এক্সপ্লোর
Advertisement
নিজের ট্যুইটার প্রোফাইল থেকে ‘কংগ্রেস সভাপতি’ মুছলেন রাহুল
রাহুলের প্রস্তাব, কংগ্রেস ওয়ার্কিং কমিটিকেই নতুন দলীয় সভাপতি বাছাইয়ের ভার দেওয়া হোক। নিজের উত্তরাধিকারী বাছাই করা তাঁর পক্ষে ঠিক হবে না।
নয়াদিল্লি: আনুষ্ঠানিক ভাবে ট্যুইটারে কংগ্রেস সভাপতি পদে ইস্তফাপত্র পোস্ট করার পর মাত্র এক ঘণ্টা বাদেই নিজের মাইক্রোব্লগিং সাইটের প্রোফাইল থেকে ‘কংগ্রেস সভাপতি’ শব্দবন্ধ বাদ দিলেন রাহুল গাঁধী। এখন থেকে প্রোফাইলে তিনি লিখছেন, ভারতের জাতীয় কংগ্রেস সদস্য তথা সংসদের সদস্য রাহুল গাঁধীর সরকারি অ্যাকাউন্ট এটি।
বুধবার ট্যুইটারে চার পৃষ্ঠার একটি খোলা চিঠি পোস্ট করে রাহুল জানিয়ে দেন, তিনি আর কংগ্রেস সভাপতি নন। যে দলের মূল্যবোধ ও আদর্শ ‘এই সুন্দর দেশের রক্তপ্রবাহ’ হিসাবে কাজ করেছে, তার সেবা করা তাঁর কাছে সম্মান, গৌরবের। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কংগ্রেসের পরাজয়ের জন্য দলীয় সভাপতি হিসাবে দায় তাঁর বলে উল্লেখ করেছেন রাহুল। চিঠিতে লিখেছেন, আমাদের দলের ভবিষ্যত্ বৃদ্ধির জন্য দায় চিহ্নিত করাটা জরুরি। সেই কারণেই কংগ্রেস সভাপতি পদে পদত্যাগ করেছি।
রাহুলের প্রস্তাব, কংগ্রেস ওয়ার্কিং কমিটিকেই নতুন দলীয় সভাপতি বাছাইয়ের ভার দেওয়া হোক। নিজের উত্তরাধিকারী বাছাই করা তাঁর পক্ষে ঠিক হবে না। দেশ ও তাঁর সংগঠনের কাছে গভীর ভালবাসা ও কৃতজ্ঞতার ঋণে তিনি বাঁধা পড়েছেন বলেও উল্লেখ করেছেন রাহুল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
বিনোদনের
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement