এক্সপ্লোর
প্রধানমন্ত্রী হবেন রাহুল, বললেন আডবাণীর প্রাক্তন ঘনিষ্ঠ সুধীন্দ্র কুলকার্নি

নয়াদিল্লি: দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হবেন রাহুল গাঁধী। বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবানী একসময়ের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত সুধীন্দ্র কুলকার্নি টুইটারে এই মন্তব্য করেছেন । গতকাল সভাপতি পদে অভিষেকের পর রাহুল গাঁধীকে অভিন্দন জানান তিনি। টুইটারে সুধীন্দ্র লিখেছেন, এখন আমি বেশ বুঝতে পারছি কংগ্রেস সভাপতি রাহুল গাঁধীই হবেন দেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এক নতুন নেতার জন্ম হল। এমন নেতারই ভারতের প্রয়োজন ছিল। রাহুলকে গাঁধীবাদী মতাদর্শের নেতা বলেও অভিহিত করেছেন কুলকার্নি।
A new leader is born. A leader India needs. A leader with a new- truly Gandhian- philosophy of politics. Politics of idealism, of love, of service, of inclusion, of dialogue. Today I'm even more convinced:#CongressPresidentRahulGandhi will, and should, become India's next PM. 1 pic.twitter.com/pLF4tELoLX
— Sudheendra Kulkarni (@SudheenKulkarni) December 16, 2017
পেশায় সাংবাদিক কুলকার্নি ১৩ বছর বিজেপিতে থাকার পর দল ছাড়েন। ২০০৯-এ বিজেপি ছেড়েছিলেন তিনি। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর আমলে পিএমও-তে ওএসডি ছিলেন তিনি। আডবাণীর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন তিনি। আডবাণীর জন্য বক্তৃতা তিনিই লিখতেন। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















