এক্সপ্লোর
দূরপাল্লার ট্রেন থামানোর দাবিতে ওড়িশায় অবরোধ উঠল ৮ ঘন্টা পর, বিপর্যস্ত পরিষেবা,সমস্যায় যাত্রীরা
মার্কোনা: দূরপাল্লার ট্রেন থামানোর দাবিতে ওড়িশায় রেল অবরোধ। বিপর্যস্ত দূরপাল্লার রেল পরিষেবা। চরমে যাত্রী ভোগান্তি। আটঘণ্টা পর উঠল অবরোধ।
বেশি করে ট্রেন চেয়ে অবরোধ ট্রেন লাইনে বসেই!!
ঘণ্টার পর ঘণ্টা কাটে কিন্তু অবোরধ ওঠার নাম-ই নেয় না। ঘটনাস্থল ওড়িশার মার্কোনা স্টেশন।
ছোট স্টেশন বলে অনেক দূরপাল্লার ট্রেনেই এখানে দাঁড়ায় না। স্থানীয়দের আপত্তি সেখানেই। তাদের স্পষ্ট দাবি, দূরপাল্লার ট্রেন আরও বেশি সংখ্যায় দাঁড়াতে হবে। আর সেই দাবিতেই বিক্ষোভ। একেবারে রেল লাইনে বসে পড়ে।
বেলা যত গড়িয়েছে ততই বেড়েছে ভোগান্তি। হাওড়া থেকে ওড়িশার দিকে যাওয়া এবং ফেরার পথে দাঁড়িয়ে পড়ে বহু ট্রেন। বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে পড়ে
আপ ধৌলি এক্সপ্রেস, আপ ফলকনুমা এক্সপ্রেস,ডাউন যশোবন্তপুর এক্সপ্রেস, ডাউন পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস, ডাউন ইস্ট কোস্ট এক্সপ্রেস।
শুধু আটকে পড়াই নয় বাতিল হয় ওড়িশার দিকে যাওয়া তিনটি দূরপাল্লার ট্রেন। হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস,হাওড়া-ভূবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস ও হাওড়া-অমৃতসর মেল।
ট্রেন অবরোধের যাত্রী ভোগান্তি চরমে পৌঁছয়। ভোগান্তি শুধু ট্রেনের বাইরে নয় ছিল ভেতরেও। এমনটাই বলছেন আটকে পড়া যাত্রীরা।
ট্রেন অবরোধ তুলতে স্থানীয় প্রশাসনের সাহায্য নেয় রেল। অবরোধকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা হয়। বিকেল পর্যন্ত চলা ওড়িশার মার্কোন স্টেশনে রেল অবরোধ উঠে যায়। আস্তে আস্তে স্বাভাবিক হতে শুরু করে পরিস্থিতি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement