এক্সপ্লোর
হিন্দু হতে হবে, তবেই বিয়ে, মুসলিম প্রেমিককে শর্ত রাজস্থানের তরুণীর

ফাইল ছবি
যোধপুর: মুসলিম প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন ২০ বছরের এক হিন্দু তরুণী। এখন তিনি তাঁর প্রেমিক ধর্ম পরিবর্তন না করলে তাঁকে বিয়ে করতে নারাজ। গত রবিবার পেশায় ট্যাক্সি চালক মহসিন খানের সঙ্গে বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন পূজা যোশী নামে ওই কলেজ ছাত্রী। এরপর তাঁর পরিবার থানায় নিখোঁজ ডায়েরি করে। গোপন সূত্রে খবর পেয়ে বিকানের থেকে পুলিশ ওই যুগলকে আটক করে গত মঙ্গলবার যোধপুরে নিয়ে আসে। ঘটনার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে কয়েকটি হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থক সহ তরুণীর পরিবার থানায় পৌঁছয়। হিন্দুত্ববাদী সংগঠনের সমর্থকরা এই ঘটনাকে 'লাভ জেহাদ' বলে অভিযোগ তোলে এবং মহসিনকে মারধর করে বলে অভিযোগ। এসিপি পূজা যাদব জানিয়েছেন, ওই তরুণীকে ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাওয়া হয় এবং ভারতীয় দণ্ডবিধির ১৬৪ ধারায় তাঁর বয়ান রেকর্ড করা হয়।জানা গেছে, নিজের বয়ানে ওই তরুণী বলেছেন, মহসিন হিন্দু ধর্ম গ্রহণ করলে তবেই তিনি তাঁকে বিয়ে করবেন। ওই তরুণী নিজের বাড়ি যেতেও অস্বীকার করেছেন। তিনি বলেছেন, মহসিন ধর্মান্তরিত না হওয়া পর্যন্ত এক আত্মীয়র বাড়িতেই থাকবেন। এসিপি জানিয়েছেন, তরুণী প্রাপ্তবয়স্ক। তাই তিনি কোথায় থাকবেন, তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারেন। সেজন্য তাঁকে তাঁ পছন্দ মতো জায়গায় যেতে দেওয়া হয়েছে। পরিবারের লোকেরা বারবার বাড়ি ফিরে যেতে বললেও ওই তরুণী কর্ণপাত করেননি। তিনি সংবাদমাধ্যমের সঙ্গেও কথা বলেননি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















