এক্সপ্লোর
Advertisement
Rajinikanth Hospitalised: ব্লাডপ্রেসারের সমস্যা, হায়দরাবাদে হাসপাতালে ভর্তি রজনীকান্ত
সিনেমা জগতের সুপারস্টার রজনীকান্তকে আজ সকালে ভর্তি করা হল হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে। কয়েকদিন আগে আন্নাঠ্ঠে-র সেটে আট জনের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে।
হায়দরাবাদ: সিনেমা জগতের সুপারস্টার রজনীকান্তকে আজ সকালে ভর্তি করা হল হায়দরাবাদের অ্যাপেলো হাসপাতালে। কয়েকদিন আগে আন্নাঠ্ঠে-র সেটে আট জনের করোনাভাইরাস টেস্ট পজিটিভ এসেছে। যদিও রজনীকান্তের টেস্ট নেগেটিভ এসেছিল। তবে রক্তচাপের ওঠা-নামা সংক্রান্ত সমস্যায় ভুগছেন চিনি। ব্লাডপ্রেসারে ওঠানামা ও ক্লান্তির জন্য তাঁকে হায়দরাবাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হাসপাতালের পক্ষ থেকে এক বিবৃতিতে সুপারস্টারের শারীরিক অবস্থা সম্পর্কে জানানো হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, ব্লাডপ্রেসারে ব্যাপক ওঠা-নামা সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। ছাড়ার আগে তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে।
হাসপাতালের বিবৃতিতে জানানো হয়েছে, এদিন সকালে হাসপাতালে ভর্তি হন রজনীকান্ত। গত ১০ দিন ধরে হায়দরাবাদে সিনেমার শ্যুটিং করছিলেন। কয়েকদিন আগে সিনেমার সেটের কয়েকজন করোনা আক্রান্ত হন। গত ২২ ডিসেম্বর রজনীকান্তের করোনা টেস্ট কর হয়। ওই পরীক্ষার ফল নেগেটিভ এসেছিল। তারপর থেকেই তিনি নিজেকে আইসোলেট করে নিয়েছিলেন এবং তাঁর স্বাস্থ্যের ওপর নজর রাখা হচ্ছিল।
বিবৃতিতে বলা হয়েছে, তাঁর কোভিড-১৯ সংক্রান্ত কোনও লক্ষ্ণণ না থাকলেও রক্তচাপের ব্যাপক ওঠা-নামা দেখা যায়। এ জন্য আরও বেশি পর্যালোচনার প্রয়োজন থাকায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর স্বাস্থ্যের পরীক্ষা হবে। রক্তচাপ স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাঁর স্বাস্থ্যের দিকে নজর রাখা হবে। রক্তচাপ সংক্রান্ত সমস্যা ও ক্লান্তিভাব ছাড়া তাঁর আর কোনও সমস্যা নেই। তাঁর অন্যান্যা শারীরিক অবস্থা স্থিতিশীল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement