এক্সপ্লোর
Advertisement
রাম রহিমের বিরুদ্ধে জোড়া খুনের মামলার শুনানি আজ, পাঁচকুলাতে কড়া নিরাপত্তার বন্দোবস্ত
পাঁচকুলা: ধর্ষণের মামলায় সাজাপ্রাপ্ত স্বঘোষিত ধর্মগুরু ডেরা সাচা সৌদা প্রধান বাবা গুরমিত রাম রহিমের বিরুদ্ধে জোড়া খুনের অভিযোগের মামলার শুনানি হবে আজ। শুনানি হবে হরিয়ানার পাঁচকুলাতে। শুনানি ঘিরে পাঁচকুলায় কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। শুনানি চলাকালীন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেল বন্দি রাম রহিমকে সিবিআইয়ের বিশেষ আদালতে পেশ করা হবে। ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত রাম রহিম বর্তমানে রোহতকের সংশোধনাগারে রয়েছে।
রাম রহিমের বিরুদ্ধে সিরসার সাংবাদিক রামচন্দ্র ছত্রপতি ও ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিৎ সিংহকে খুনের অভিযোগেও মামলা চলছে।
২০০২ সালে খুন হন ‘পুরা সচ’ পত্রিকার সম্পাদক রামচন্দ্র ছত্রপতি। ওই একই বছর খুন হন ডেরার প্রাক্তন ম্যানেজার রঞ্জিৎ সিংহও। এই জোড়া খুনে সিবিআই তদন্তের নির্দেশ দেয় পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট। ২০০৭ সালে চার্জশিট দেয় সিবিআই। তাতে নাম ছিল রাম রহিমের।চার্জশিট পেশের ১০ বছর পর এদিনের শুনানিতে ন্যায়বিচার পাওয়া যাবে বলে আশা নিহতদের পরিবারের সদস্যদের।
উল্লেখ্য, ধর্ষণের মামলায় সাজা ঘোষণার পর হরিয়ানাজুড়ে হিংসায় ৩৮ জন প্রাণ হারান। মুখ পোড়ে মনোহর লাল খট্টর সরকারের। অন্যদিকে ২৫ অগাস্ট চণ্ডীগড়ে হিংসা ছড়ানোর অভিযোগে ডেরা সাচা সৌদার এক মুখপাত্রকে গ্রেফতার করেছে হরিয়ানা পুলিশ। ধৃতের নাম দিলাওয়ার ইনসান। গতকাল তাঁকে পানিপথ থেকে গ্রেফতার করা হয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement