এক্সপ্লোর
Advertisement
সরকারি ল্যাবে পরীক্ষায় ফেল রামদেবের পতঞ্জলির আমলা জুসের বিক্রি বন্ধ সেনা ক্যান্টিনে
নয়াদিল্লি: ল্যাব টেস্টে ব্যর্থ যোগগুরু রামদেবের কোম্পানি পতঞ্জলি আয়ুর্বেদের আমলা জুসের বিক্রি বন্ধ করল সেনাবাহিনীর ক্যান্টিন স্টোর্স ডিপার্টমেন্ট (সিএসডি)। সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, কলকাতার সেন্ট্রাল ফুড ল্যাবে খাদ্যের গুণমাণ পরীক্ষায় পতঞ্জলীর ওই পণ্য ব্যর্থ হওয়ার পর সিএসডি তাদের খুচরো বিক্রয় কেন্দ্রগুলি থেকে এর বিক্রি বন্ধ করে দিয়েছে। ল্যবরেটরির পক্ষ থেকে ওই পণ্য খাবার অযোগ্য বলে জানানো হয়েছে। পতঞ্জলি তাদের আমলা জুস সেনার সমস্ত ক্যান্টিন থেকে তুলে নিয়েছে।
কোনও পণ্য নিয়ে রামদেবের কোম্পানির বিড়ম্বনার মুখে পড়ার ঘটনা এই প্রথম নয়। এর আগেও একাধিকবার তাদের পণ্য নিয়ে আপত্তি উঠেছে। কোনওরকম উপযুক্ত লাইসেন্স ছাড়াই ন্যুডলস ও পাস্তা বিক্রি করতে গিয়ে নিয়ন্ত্রক সংস্থার তোপের মুখে পড়েছিল পতঞ্জলি।
ভোজ্য তেলের বিভ্রান্তিকর বিজ্ঞাপন প্রচারের জন্যও রামদেবের কোম্পানি এফএসএসএআই-এর তোপের মুখে পড়েছিল। এফএসএসএআই পতঞ্জলিকে এ ব্যাপারে শোকজ নোটিশ পাঠাতে কেন্দ্রীয় লাইসেন্সিং অথরিটিকে নির্দেশ দিয়েছিল।
গত বছরই মধুজাত পণ্য নিয়ে পতঞ্জলির বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানিয়েছিল অন্য একটি কোম্পানি ডাবর। শুদ্ধতার দ্বিগুণ গ্যারান্টি বলে তাদের মধুর বিজ্ঞাপন প্রচার করছিল পতঞ্জলি। ব্র্যান্ডেড মধুজাত পণ্যের ৬০০ কোটি টাকার বাজারের সবচেয়ে বড় কোম্পানি ডাবর পতঞ্জলির ওই বিজ্ঞাপনকে চ্যালেঞ্জ জানিয়েছে এএসসিআই-এর কাছে মামলা দায়ের করেছিল। এএসসিআই ওই বিজ্ঞাপন সংশোধন বা প্রত্যাহারের নির্দেশ দিয়েছিল রামদেবের কোম্পানিকে।
পতঞ্জলির বিজ্ঞাপন ঘিরে বিতর্কও নতুন কিছু নয়। প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলির পণ্য করে খাটো করে বিজ্ঞাপন প্রদর্শনের জন্য গত বছরের জুলাইতে পতঞ্জলিকে তিরস্কার করেছিল এএসসিআই।
নিজেদের কাচ্চি ঘানি সরষের তেল নিয়ে প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলির পণ্যকে খাটো করে পতঞ্জলি যে দাবি করেছিল তার সারবত্তা নেই বলে জানিয়েছিল কনজিউমার কমপ্লেন্টস কাউন্সিল (সিসিসি)। সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়েছিল যে, পতঞ্জলি তাদের পণ্য নিয়ে যে দাবি করছে তা অতিরঞ্জিত।
প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলির ফ্রুট জুস নিয়েও পতঞ্জলি তাদের দাবির সারবত্তা প্রমাণ করতে পারেনি।
মাথায় মাখার তেল ও ওয়াশিং পাউডার ব্র্যান্ডগুলির মতো অন্যান্য পণ্য নিয়ে মিথ্যে ও বিভ্রান্তিকর প্রচারের জন্য গত বছরের মে মাসে পতঞ্জলি আয়ুর্বেদকে তিরস্কার করেছিল এএসসিআই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement