এক্সপ্লোর
Advertisement
উত্তরপ্রদেশে হাইওয়েতে ভাইকে ছুরি দিয়ে কুপিয়ে বোনকে ‘গণধর্ষণ’
রামপুর: যোগী আদিত্যনাথের রাজ্যে এবার ভাইয়ের সামনে বোনকে গণধর্ষণ! পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে উত্তরপ্রদেশের রামপুর থেকে ওষুধ কিনে বোনকে সঙ্গে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন ওই যুবক। নৈনিতাল-রামপুর হাইওয়েতে বিলাসপুরের কাছে বাইক আটকায় চার দুষ্কৃতী। ভাইকে মারধর করে তাঁর বোনকে পাশের ক্ষেতে নিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে আহত ভাই ও বোনকে হাসপাতালে ভর্তি করে। অভিযুক্তদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি।
জানা গেছে, অভিযুক্তরা প্রথমে মোটরসাইকেল লক্ষ্য করে গাছের ডাল ছোঁড়ে।এতে মোটরসাইকেল উল্টে যায়। মাটিতে পড়ে জখম হন ভাই ও বোন। এরপর দুষ্কৃতীরা ভাইকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। অল্পের জন্য তা লক্ষ্যভ্রষ্ট হলে দুষ্কৃতীরা ছুরি নিয়ে হামলা চালায়। ভাইকে জখম করে রাস্তার পাশের একটি ক্ষেতে বোনকে নিয়ে যায় দুষ্কৃতীরা।
যুবককে রাস্তায় জখম অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। ঘটনাস্থলে আসে পুলিশ। কিন্তু ততক্ষণে চম্পট দেয় দুষ্কৃতীরা। জখম ভাই-বোনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরাধীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। যদিও এক্ষেত্রে এখনও সাফল্য অধরাই।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
আইপিএল
জেলার
Advertisement