এক্সপ্লোর
বিশাখাপত্তনমের রাস্তায় যৌন নিগ্রহ,যারা দাঁড়িয়ে ধর্ষণ দেখে তারাও সমান অপরাধী, মহিলা কমিশন
![বিশাখাপত্তনমের রাস্তায় যৌন নিগ্রহ,যারা দাঁড়িয়ে ধর্ষণ দেখে তারাও সমান অপরাধী, মহিলা কমিশন Rape spectators also criminals:Andhra women’s body বিশাখাপত্তনমের রাস্তায় যৌন নিগ্রহ,যারা দাঁড়িয়ে ধর্ষণ দেখে তারাও সমান অপরাধী, মহিলা কমিশন](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/07/14184622/929940-rape-1438353318-764-640x480.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
নয়াদিল্লি: বিশাখাপত্তনমে দিনকয়েক আগেই প্রকাশ্য দিনের আলোয় একাধিক লোকের সামনে এক মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের ঘটনায় দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়। এই ঘটনার প্রেক্ষিতে এবার ফুঁসে উঠল অন্ধ্রপ্রদেশের মহিলা কমিশন। কমিশনের তরফে দাবি করা হয়েছে, যারা সেদিন সেখানে দাঁড়িয়ে বিনা প্রতিবাদে ওই ঘটনা দেখেছে, তাদেরও কড়া সাজা দেওয়া উচিত।
মহিলা কমিশনের চেয়ারপার্সন নান্নাপানেনি রাজাকুমারী এক বিবৃতি দিয়ে ধর্ষক এবং প্রত্যক্ষদর্শীদের জন্যে কড়া শাস্তির দাবি তুলেছেন। তাঁর কথায়, নিজের চোখের সামনে এমন জঘন্য ঘটনা হতে দেখেও, যারা নিঃশব্দে চলে যেতে পারে, তাদের মধ্যে মনুষ্যত্ব কতটা আছে, সে নিয়েও প্রশ্ন তুলেছেন কমিশনের সভাপতি। প্রত্যক্ষদর্শীদের চিহ্নিত করতে সিসিটিভি ফুটেজের সাহায্য নেওয়ার জন্যেও আবেদন জানিয়েছেন রাজাকুমারী। জানা গিয়েছে, এক অটো চালক পুরো ঘটনাটি ঘটতে দেখেছেন এবং সেটা মোবাইলে রেকর্ড করেও রেখেছেন। তাঁকে খুঁজে বের করে কড়া শাস্তি দেওয়া হবে বলে জানা গিয়েছে।
এদিকে মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর কাছে আক্রান্তের পরিবারকে পাঁচ থেকে ছ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার আর্জিও জানিয়েছেন কমিশনের সভাপতি। প্রসঙ্গত, গত রবিবার জনবহুল রাস্তায় এক মদ্যপ ব্যক্তি এসে ৪০ বছরের এক মহিলাকে ধর্ষণ করে। কেউ সেই মহিলাকে সাহায্য করতে এগিয়েতো আসেইনি, উল্টে পুরো ঘটনাটি দেখে রেকর্ড করে রেখেছে। কার্যত ধর্ষণের মতো ঘৃণ্য ঘটনাকে উপভোগ করেছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
অটো
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)