রেপো রেট কমাল রিজার্ভ ব্যাঙ্ক, কমতে পারে বাড়ি, গাড়ি, ব্যক্তিগত ঋণের সুদ
মুম্বই: রেপো রেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক। আগের তুলনায় ০.২৫ হারে শতাংশ রেপো রেট কমাল আরবিআই। ৬.২৫% থেকে কমে নতুন রেপো রেট দাঁড়াল ৬%। এর ফলে, কমতে পারে গাড়ি, বাড়ির সুদের হার। কমতে পারে ব্যক্তিগত ঋণের সুদের হারও।
প্রসঙ্গত, ২০১৬ অক্টোবরের পর থেকে এই প্রথম রেপো রেট কমানোর পথে হাঁটল শীর্ষ ব্যাঙ্ক। এর আগে, বহুবার রেপো রেট কমানোর ইঙ্গিত মিললেও, শেষ পর্যন্ত তা করা হয়নি। আরবিআই-এর দাবি, গত ৬ বছরের মধ্যে এটিই সর্বনিম্ন রেপো রেট।
এদিন ব্যাঙ্কের তরফে জানানো হয়, আরবিআই গভর্নরের নেতৃত্বে মানিটারি পলিসি কমিটির বৈঠকে রেপো রেট ০.২৫ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়। একইভাবে, রিভার্স রেপো রেটও ০.২৫ শতাংশ কমে হল ৫.৭৫ শতাংশ।
এদিন আরবিআই গভর্নর উর্জিত পটেল বলেন, জিএসটি আর ভাল বর্ষার জন্য কমেছে মুদ্রাস্ফীতির হার। গত ৩ মাসে কমেছে মুদ্রাস্ফীতির হার। যে কারণে, রেপো রেট কমানো হয়েছে। শীর্ষ ব্যাঙ্কের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে কেন্দ্র।