এক্সপ্লোর
৩১ মার্চের পরও আরও তিন মাস সামান্য চার্জে ডেটা পরিষেবা পাবেন জিও ব্যবহারকারীরা, সঙ্গে ফ্রি ভয়েস কল
![৩১ মার্চের পরও আরও তিন মাস সামান্য চার্জে ডেটা পরিষেবা পাবেন জিও ব্যবহারকারীরা, সঙ্গে ফ্রি ভয়েস কল Reliance Jio Users Can Continue To Party After March 31 Almost Free ৩১ মার্চের পরও আরও তিন মাস সামান্য চার্জে ডেটা পরিষেবা পাবেন জিও ব্যবহারকারীরা, সঙ্গে ফ্রি ভয়েস কল](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/10/02212500/Reliance-Jio-Sim1.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: গত বছর সেপ্টেম্বরে আত্মপ্রকাশের পর রিলায়েন্স জিও তাদের গ্রাহকদের আগামী ৩১ মার্চ পর্যন্ত ফ্রি ডেটা সার্ভিস ও ফ্রি ভয়েস কল পরিষেবা দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সূত্রের খবর, সেই সুবিধা আগামী আরও তিনমাসের জন্যে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জিও কর্তৃপক্ষ। তবে ৩১ মার্চের পর জিও ডেটা পরিষেবা পেতে যৎসামান্য ১০০ টাকা খরচ করতে হবে। এরসঙ্গে ফ্রি ভয়েস কলের সুবিধা যেমন ছিল তেমনই থাকবে। আগামী ৩০ জুন পর্যন্ত পাওয়া যাবে এই সুযোগ।
তবে এরপর গ্রাহক ধরে রাখতে মুকেশ অম্বানির সংস্থা রিলায়েন্স জিও ইনফোকম নয়া ট্যারিফ প্ল্যান নিয়ে ভাবনা-চিন্তা করছে। কারণ এরমধ্যে বাজারে টিকে থাকতে অন্য টেলিকম সংস্থা যেমন এয়ারটেল, ভোডাফোন, আইডিয়া সেলুলার তাঁদের ডেটা রেট ও ভয়েস চার্জ অনেক কমিয়ে দিয়েছে। এমনকি বিভিন্ন প্ল্যানে ফ্রি ভয়েস পরিষেবাও দিচ্ছে। জিও কর্তৃপক্ষের আশঙ্কা ফ্রিয়ের জন্যে প্রথম ঝটকায় প্রায় ৭২ লক্ষ মানুষ তাদের পরিষেবা গ্রহণ করলেও, গ্রাহকদের এখনও প্রাথমিক ফোন নম্বর রয়েছে অন্য সংস্থারই। তাই হঠাৎ করে ডেটা পরিষেবার ওপর চার্জ কার্যকর হলে, অনেকেই আবার তাঁদের পুরনো ফোন নম্বর ব্যবহার শুরু করবেন। এরফলে ধাক্কা খেতে পারে জিও-র গ্রাহকের সংখ্যা, আশঙ্কা কর্তৃপক্ষের।
তাই ব্যবসা থেকে কিছু আয় করতে যৎসামান্য ১০০ টাকা লাগু করার সিদ্ধান্ত জিও কর্তৃপক্ষের তাদের ডেটা পরিষেবায়। পরে ধীরে ধীরে বাজারের সঙ্গে সমতা রেখে তৈরি হবে নয়া সার্ভিস চার্জ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)