এক্সপ্লোর
Advertisement
জেএনইউ-র নামকরণ হোক মোদির নামে, বললেন বিজেপি সাংসদ হনস রাজ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ হোক দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র। এমনই প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ তথা গায়ক হনস রাজ হনস। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নামে নামকরণ হোক দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (জেএনইউ)-র। এমনই প্রস্তাব দিলেন বিজেপি সাংসদ তথা গায়ক হনস রাজ হনস। তাঁর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছে কংগ্রেস ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ।
আরএসএসের ছাত্র সংগঠন এবিভিপি আয়োজিত একটি অনুষ্ঠানে এই প্রস্তাব দিয়েছিলেন উত্তর-পশ্চিম দিল্লি আসনের বিজেপি সাংসদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দিল্লির বিজেপি সভাপতি মনোজ তিওয়ারি। উপস্থিত ছিলেন ভোজপুরি গায়ক-অভিনেতা দীনেশ লাল যাদব ‘নিরাহুয়া’। অনুষ্ঠানে ৩৭০ ধারা বিলোপের প্রসঙ্গ উল্লেখ করে হনস রাজ দাবি করেন, ‘কাশ্মীর এবার স্বর্গরাজ্য হয়ে উঠবে। প্রত্যেকেই যাতে শান্তিপূর্ণ থাকেন ও বোমা বিস্ফোরণ না হয়, সেই প্রার্থনা করছি। পূর্বজদের ভুলের মাশুল আমাদের গুণতে হচ্ছে’।
হনস রাজ আরও বলেন, ‘জেএনইউ-র নাম বদলে এমএনইউ করা উচিত। মোদিজীর নামে কোনও কিছুর তো নামকরণ করা হোক’।
পরে সংবাদসংস্থার সঙ্গে কথা বলতে গিয়ে বিজেপি সাংসদ বলেন, ‘এটা ছাত্রদের সঙ্গে আলাপচারিতা ছিল এবং আমার প্রস্তাব ছিল যদি ওই বিশ্ববিদ্যালয়ের নাম কোনও রাজনীতিবিদের নামে করতে হয়, তাহলে মোদির নামে তার নামকরণ করা যাবে না কেন। পূর্বজদের আমরা অবশ্যই শ্রদ্ধা করি। কিন্তু কেউ যদি কোনও ভুল করেন, তাহলে তা স্বীকার করা প্রয়োজন। দেশভাগ, ৩৭০ ধারার মতো ভুল করেছেন নেহরু। কোনও রাজনীতিবিদের নামে যদি ওই বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়, তাহলে তা এমএনইউ-মোদি নরেন্দ্র ভাই ইউনিভার্সিটি হবে না কেন’।
তাঁর এই প্রস্তাব মোদি বা বিজেপিকে খুশি করার জন্য নয় বলেও জানিয়েছেন হনস রাজ। তিনি বলেছেন, ‘একজন সাধারণ মানুষ হিসেবে এই কথা বলেছি, সাংসদ বা রাজনীতিবিদ হিসেবে নয়। আমি এমনিতেই গায়ক হিসেবে পরিচিত। তাই প্রচার পাওয়ার জন্য আমার অদ্ভূত কিছু বলার প্রয়োজন নেই’।
বিজেপি সাংসদের এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি এন সাই বালাজি। তিনি বলেছেন, ‘এখন যখন বিশ্ববিদ্যালয়গুলি জুমলা (বাগাড়াম্বর) তৈরির কেন্দ্র হয়ে উঠছে, তখন সব বিশ্ববিদ্যালয়ের নামই তাহলে মোদির নামে করা হোক’।
বালাজি বলেছেন, ‘এটা খুবই দুর্ভাগ্যজনক যে, ৫১৫ কোটি টাকার এইচইএফএ (হায়ার এডুকেশন ফিনান্সিং এজেন্সি) ঋণ, হস্টেলের সমস্যা, গ্রন্থাগারের ৮০ শতাংশ বাজেট ছাঁটাই ও অন্যান্য ছাত্র-বিরোধী নীতি সম্পর্কে কোনও আলোচনা না করে এখন এসব কথা বলা হচ্ছে’।
কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিংভি বলেছেন, তাঁর আশঙ্কা, দেশের নামটাই না বদলে দেওয়া হয়।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
জেলার
Advertisement