এক্সপ্লোর
Advertisement
মুঘলসরাই জংশনের নাম বদলের সিদ্ধান্তে শুরু বিতর্ক
মুঘলসরাই: উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার জানিয়ে দিয়েছে, ঐতিহাসিক মুঘলসরাই স্টেশনের নাম বদলে দেবে তারা। নতুন নাম হবে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় স্টেশন। কিন্তু এই সিদ্ধান্ত প্রকাশ্যে আসতে বিতর্ক শুরু হয়েছে। আর একটি গোষ্ঠী দাবি করেছে, তারা চায়, স্টেশনটির নামকরণ হোক প্রাক্তন প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রীর নামে।
১৯৬৮-তে আরএসএসের তাত্ত্বিক নেতা ও ভারতীয় জনসঙ্ঘের সভাপতি দীনদয়াল উপাধ্যায়ের মৃতদেহ রহস্যজনক অবস্থায় উদ্ধার হয় মুঘলসরাই স্টেশনে। আবার এই মুঘলসরাই শহরই লালবাহাদুর শাস্ত্রীর জন্মস্থান। তাই দীনদয়ালের নামে স্টেশনের নামকরণের সিদ্ধান্ত সামনে আসতেই লালবাহাদুর নামের সমর্থকরাও রাস্তায় নেমেছেন।
মঙ্গলবার উত্তরপ্রদেশ মন্ত্রিসভা ঠিক করে, দীনদয়াল উপাধ্যায়ের জন্মশতবর্ষ উপলক্ষ্যে মুঘলসরাই স্টেশনের নাম তাঁর নামে করা হবে। এ ব্যাপারে প্রস্তাব আনার সিদ্ধান্ত নেয় তারা।
কিন্তু গতকালই মুঘলসরাইয়ের শাস্ত্রী পার্কে ভিড় করে স্থানীয় কংগ্রেস নেতারা দাবি করতে শুরু করেন, দীনদয়ালের নামে নয়, স্টেশনটির নামকরণ হোক লালবাহাদুরের নামে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কুশপুতুলও পোড়াতে চেষ্টা করেন তাঁরা কিন্তু পুলিশ সেই চেষ্টা ব্যর্থ করে দেয়।
এর আগে সোমবার, মুঘলসরাই পুরবোর্ডে বিজেপি পুরপ্রতিনিধিরা মুঘলসরাই স্টেশনের নাম বদলে দীনদয়াল উপাধ্যায় নগর রাখার প্রস্তাব দেন। কিন্তু তা আটকে দেন এসপি, কংগ্রেস ও নির্দল প্রতিনিধিরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ফুটবল
জেলার
জেলার
Advertisement