কার্যকরী সভানেত্রীর পদে প্রিয়ঙ্কা! খবর ভুয়ো, সাফাই কংগ্রেসের
নয়াদিল্লি: প্রিয়াঙ্কা গাঁধীর সক্রিয় রাজনীতিতে পদার্পণ করার খবরের কোনও সত্যতা নেই বলে জানিয়ে দিল কংগ্রেস।
এদিন কংগ্রেসের তরফে জানিয়ে দেওয়া হয়, সভানেত্রী সনিয়া গাঁধী এমন কোনও ইঙ্গিত দেননি। এমনকী, দলীয় বৈঠকও এই নিয়ে কোনও আলোচনা হয়নি।
এদিন কংগ্রেস মুফপাত্র রণদীপ সুরযেওয়ালা বলেন, এই খবরের কোনও ভিত্তি নেই। তা সর্বৈব মিথ্যে। তিনি যোগ করেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এধরনের ভুয়ো খবর প্রচার করে অযথা জল্পনা বাড়ানো হচ্ছে।
এর জন্য তিনি মোদী সরকারকে দায়ী করেন। বলেন, জনমানসে ক্ষোভ তৈরির জন্য এসব হচ্ছে ভুয়ো খবর নির্মাণ করছে সরকার। খবরটি ভুয়ো বলে জানিয়ে দিয়েছে প্রিয়াঙ্কা গাঁধীর দফতরও।
তাঁর দফতরের তরফে জবাব দিতে গিয়ে প্রীতি সহায় বলেন, এই খবর সত্যি নয়। এমন কোনও আলোচনাই হয়নি। এধরনের ভুয়ো খবরের খপ্পরে না পড়ার জন্য তিনি সংবাদমাধ্যমকে সতর্ক থাকতে বলেন।
প্রসঙ্গত, কংগ্রেসের আগামী কার্যকরী সভানেত্রী হতে পারেন প্রিয়ঙ্কা বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর সম্প্রচারিত হতে থাকে। প্রকাশিত খবর অনুযায়ী, এমাসের ৮ তারিখ নয়াদিল্লিতে কংগ্রেসের কার্যকরী সমিতির বৈঠকে কয়েকজন প্রবীণ নেতাকে এমনই প্রস্তাব দিয়েছেন সনিয়া গাঁধী।
প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ সহ প্রবীণ নেতারা কংগ্রেস সভানেত্রীর এই প্রস্তাবকে সমর্থন করেছেন। কংগ্রেস সূত্রে খবর, গুরুত্ব সহকারেই বিষয়টি ভাবছেন সনিয়া। গত কয়েক বছর ধরেই রাহুলের কংগ্রেস সভাপতি হওয়া নিয়ে জল্পনা চলছে। পাশাপাশি প্রিয়ঙ্কাকেও দলে আনুষ্ঠানিকভাবে কোনও পদ দেওয়ার দাবি করছেন কংগ্রেস নেতা-নেত্রীরা।