এক্সপ্লোর
আধার রায় খতিয়ে দেখতে সুপ্রিম কোর্টে পেশ রিভিউ পিটিশন

নয়াদিল্লি: আধারের সাংবিধানিক বৈধতা বহাল রেখে সুপ্রিম কোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে রিভিউ পিটিশন জমা পড়ল। গত ২৬ সেপ্টেম্বরের রায়ে সুপ্রিম কোর্ট বলেছিল, কেন্দ্রের আধার প্রকল্পটি সাংবিধানিক ভাবে বৈধ। তারই বিরোধিতা করা হয়েছে পিটিশনে। প্রথম সারির অ্যাডভোকেট ইন্দিরা জয়সিংহ জানিয়েছেন, ৫ বিচারপতির বেঞ্চ আধার আইনে এমন কিছুই নেই যা ব্যক্তিগত গোপনীয়তা খর্ব করে, এই মর্মে যে রায় দিয়েছিল, তার বিরুদ্ধেই সর্বোচ্চ আদালতে দাখিল করা হয়েছে রিভিউ পিটিশনটি। সুপ্রিম কোর্টের তত্কালীন প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বাধীন বেঞ্চ আধার বিলটি লোকসভায় অর্থ বিল হিসাবে অনুমোদনকেও বৈধ বলে জানিয়েছিল। সু্প্রিম কোর্টের আধার রায় ফের খতিয়ে দেখার আর্জি সম্বলিত পিটিশনটি পেশ করেছেন জনৈক ইমতিয়াজ আলি পালসানিয়া। সর্বোচ্চ আদালত যখন আধার প্রকল্পের বৈধতা খতিয়ে দেখছিল, তখনও তিনি অন্তর্বর্তী আবেদন পেশ করেছিলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















