এক্সপ্লোর
Advertisement
আগামী ২৮ জুন বাজারে আসছে ‘ফ্রিডম ২৫১’?
মুম্বই: আপামর দেশবাসীর জন্য সুখবর। সব ঠিকঠাক চললে, আগামী ২৮ জুন দেশের বাজারে আত্মপ্রকাশ করতে চলেছে বহু প্রতিক্ষিত সস্তার ৩জি স্মার্টফোন ‘ফ্রিডম ২৫১’। নির্মাণকারী সংস্থা রিঙ্গিং বেল্স-এর তরফে এমনটাই জানানো হয়েছে বলে খবর।
জানা গিয়েছে, সংস্থার ম্যানেজিং ডিরেক্টর মোহিত গোয়েল সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, আগামী ২৮ তারিখ থেকেই তারা গ্রাহকদের হাতে ‘ফ্রিডম ২৫১’ তুলে দেবেন। যদিও সংস্থার জনসংযোগ আধিকারিকের তরফে অবশ্য একথার সত্যতা স্বীকার করা হয়নি। তবে, তিনি এটা জানান যে খুব শীঘ্রই বাজারে তাদের ফোন আত্মপ্রকাশ করবে।
এর আগেও, গোয়েল জানিয়েছিলেন, প্রথম ব্যাচের ফোন ৩০ জুন আসবে। প্রসঙ্গত, চলতি বছরের গোড়ায় ‘ফ্রিডম ২৫১’ নামের ওই স্মার্টফোনকে মাত্র ২৫১ টাকায় দেওয়ার ঘোষণা করে রিঙ্গিং বেল্স। কিন্তু, কিছুদিনের মধ্যেই বিতর্কে জড়িয়ে পড়ে তারা।
ফোনের যে প্রোটোটাইপ প্রকাশ করা হয়েছিল, দেখা যায় তা অ্যাডকম নামে অন্য একটি সংস্থার তৈরি। তার ওপর রং চড়িয়ে ফোনকে নিজেদের বলে চালানো হচ্ছে। এই নিয়ে বিস্তর জলঘোলা হয়। এর জেরে অ্যাডকম ঘোষণা করে, তারা রিঙ্গিং বেলসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবে।
বিশেষজ্ঞরা জানান, এত কম টাকায় স্মার্টফোন দেওয়া কখনই সম্ভব নয়। কংগ্রেস অভিযোগ করে, এটি হল এই শতাব্দির সবচেয়ে বড় কেলেঙ্কারি। বাধ্য হয়ে সংস্থার আয়-ব্যয়ের রিপোর্ট খতিয়ে দেখার নির্দেশ দেন কেন্দ্রীয় টেলিকম মন্ত্রী রবিশংকর প্রসাদ।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement