অবৈধভাবে আধার কার্ড তৈরি: হায়দরাবাদে গ্রেফতার রোহিঙ্গা যুবক, কলকাতার ব্যবসায়ী
হায়দরাবাদ: অবৈধভাবে এদেশে থাকা ও বেআইনিভাবে আধার কার্ড জোগাড় করার অভিযোগে এক ১৯ বছর বয়সী রোহিঙ্গা মুসলিম যুবককে গ্রেফতার করল হায়দরাবাদ পুলিশ। ওই যুবককে আধার কার্ড পাইয়ে দিতে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়েছে পশ্চিমবঙ্গের এক ব্যবসায়ীকেও।
খবরে প্রকাশ, মহম্মদ আজামউদ্দিন ওরফে মোল্লা আজামউদ্দিন ও তার নিয়োগকর্তা পশ্চিমবঙ্গের নিবাসী ৩৬ বছরের রিয়াজউদ্দিন মোল্লাকে এদিন বলাপুরের বর্মা হাট থেকে গ্রেফতার করা হয়। জানা গিয়েছে, দুজনই কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত। সম্প্রতি, কলকাতা থেকে হায়দরাবাদ যায়।
পুলিশ জানিয়েছে, আজামউদ্দিন মায়ানমারের বাসিন্দা। সে ও তার পরিবার বাংলাদেশের কক্সবাজারে শরণার্থী হিসেবে ছিল। প্রায় বছর খানেক আগে, কাপড়ের ব্যবসার কাজে বাংলাদেশে গিয়েছিল রিয়াজউদ্দিন। সেখানেই আজামউদ্দিনের সঙ্গে তার পরিচয় হয়।
পুলিশের দাবি, আজামউদ্দিনকে রিয়াজুদ্দিন জানায়, সে ভারতে থেকে বেশ কিছু উর্থ উপার্জন করতে পারে। আজামউদ্দিনকে নিজের ফোন নম্বরও দিয়ে আসে রিয়াজউদ্দিন। কিছুদিন পর, কলকাতায় এসে রিয়াজউদ্দিনের সঙ্গে দেখা করে আজামউদ্দিন। মাসিক ৬ হাজার টাকার বিনিময়ে আজামউদ্দিন কাজ করতে শুরু করে রিয়াজের কাছে।
পুলিশ জানিয়েছে, কাজের পরিবর্তে আজামউদ্দিনকে অবৈধভাবে আশ্রয় দিতে শুরু করে রিয়াজউদ্দিন। এমনকী, নিজের ছেলে পরিচয় দিয়ে সে আজামউদ্দিনের আধার কার্ড তৈরি করে। যদিও, শেষরক্ষা হয়নি। গোপন সূত্রে খবর পেয়ে, দুজনকেই পাকড়াও করে হায়দরাবাদ পুলিশ। দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
এর আগে, গতমাসে ২০ বছরের এক রোহিঙ্গা যুবককে গ্রেফতার করে হায়দরাবাদ পুলিশ। তার থেকে প্যান কার্ডও উদ্ধার হয়।