এক্সপ্লোর
রোজভ্যালিকাণ্ডে সুদীপের গ্রেফতারির প্রতিবাদে তিন রাজ্যে তৃণমূলের বিক্ষোভ

নয়াদিল্লি, ভুবনেশ্বর, কলকাতা: রোজভ্যালিকাণ্ডে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারির প্রতিবাদে তিন রাজ্যে তৃণমূলের বিক্ষোভ। ভুবনেশ্বরে সিবিআই দফতরের কিছুটা দূরে লোয়ার রেঞ্জ পিএমজি মাঠে সাংসদ সুব্রত বক্সীর নেতৃত্বে তৃণমূলের ধর্না অবস্থান। দিল্লির সাউথ অ্যাভিনিউতেও প্রতিবাদে সামিল তৃণমূল। সিবিআইকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের অভিযোগ ছাড়াও নোট বাতিলের প্রতিবাদে ধর্না অবস্থান করছেন তৃণমূলের সাংসদরা। সকাল ১১টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত চলবে বিক্ষোভ কর্মসূচি। পাশাপাশি, সুদীপের গ্রেফতারির প্রতিবাদে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে সিবিআই অফিসের সামনেও বিক্ষোভে সামিল তৃণমূলকর্মীরা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















