এক্সপ্লোর
Advertisement
দেখা করলেন রাহুল, রাজনৈতিক চক্রান্তের জন্যই এইএমএস থেকে ছাড়া হয়েছে, দাবি লালুর
নয়াদিল্লি: পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদবকে নয়াদিল্লির এইএমএস থেকে ছেড়ে দেওয়া হল। চিকিৎসকরা জানিয়েছেন, আরজেডি প্রধানের স্বাস্থ্যের উন্নতি হয়েছে। তাঁর পক্ষে রাঁচিতে ফিরে যাওয়া সম্ভব। এই রিপোর্ট পাওয়ার পরেই লালুকে রাঁচি নিয়ে যাওয়ার উদ্যোগ শুরু হয়েছে বলে জানা গিয়েছে।
লালু ও তাঁর পরিবারের লোকজন অবশ্য এইএমএসের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ। লালুর দাবি, রাঁচিতে তাঁর চিকিৎসার উপযুক্ত পরিকাঠামো নেই। রাজনৈতিক চক্রান্তের কারণেই তাঁকে এইএমএস থেকে ছেড়ে দেওয়া হল। লালুর ছেলে তেজস্বী যাদব বলেছেন, হঠাৎ এই সিদ্ধান্ত নেওয়া হল কেন, সেটা এইএমএস কর্তৃপক্ষই বলতে পারবে। আরজেডি কর্মী-সমর্থকরাও লালুকে এইএমএস থেকে সরানোর সিদ্ধান্তে ক্ষুব্ধ।
হৃদযন্ত্র, কিডনির সমস্যা সহ বিভিন্ন রোগে ভুগছেন লালু। সেই কারণেই তাঁকে ২৯ মার্চ এইএমএসে ভর্তি করা হয়। সেখানে আজ সকালে তাঁর সঙ্গে দেখা করতে যান কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তিনি এইএমএসে প্রায় আধঘণ্টা ছিলেন। এর আগে শরদ যাদব, উপেন্দ্র কুশওয়াহা, অখিলেশ যাদবের মতো নেতারা এইমসে গিয়ে লালুপ্রসাদ যাদবের সঙ্গে দেখা করে এসেছেন। একের পর এক রাজনৈতিক নেতারা লালুর সঙ্গে দেখা করতে থাকায় বিতর্ক তৈরি হয়। এরপরেই লালুকে এইএমএস থেকে সরানোর উদ্যোগ নেয় সিবিআই। আরজেডি প্রধান অবশ্য এক চিঠি লিখে জানান, তিনি রাঁচি মেডিক্যাল কলেজে ফিরে যেতে চান না। যদিও শেষপর্যন্ত তাঁকে রাঁচিতেই ফিরে যেতে হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement