এক্সপ্লোর
Advertisement
যোগ দিবসে ওঁ মন্ত্রপাঠের নির্দেশ, সমালোচনায় বিরোধীরা
নয়াদিল্লি: ‘যোগ দিবস’ পালন নিয়ে ফের বিতর্ক।
এবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নয়া নির্দেশিকা। কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিকে যোগ দিবসে আয়ুশ মন্ত্রকের প্রোটোকল মেনে ‘ওঁ’ সহ বিভিন্ন সংস্কৃত মন্ত্র উচ্চারণের মাধ্যমে যোগাসন করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশিকারই সমালোচনা শুরু করেছে বিরোধী দলগুলি।
সিপিএম নেত্রী বৃন্দা কারাত বলেছেন, সরকার ওঁ মন্ত্র উচ্চারণকে বাধ্যতামূলক করতে পারে না। অন্য ধর্মের মানুষের উপর ধর্মীয় বিশ্বাস চাপিয়ে দেওয়ার কোনও অধিকার নেই সরকারের।
কংগ্রেস মুখপাত্র পি সি চাকো বলেছেন, যোগাসন প্রাচীন ভারতের ঐতিহ্য। এটি বিজেপি-র সম্পত্তি না। মানুষের কাছে যোগাসনকে আরও গ্রহণযোগ্য করে তুলতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার এই ধরনের সংবেদনশীল বিষয় নিয়ে ভাবিত নয়।
জেডিইউ নেতা কে সি ত্যাগীর দাবি, এই নির্দেশিকার মাধ্যমে ফের সাম্প্রদায়িকতা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে আরএসএস। তাঁরা এর বিরোধিতা করছেন। হিন্দুরা ওঁ উচ্চারণ করতে পারেন। কিন্তু মুসলিম, শিখ বা খ্রিস্টানদের এই মন্ত্র উচ্চারণ করতে বাধ্য করা যায় না।
অভিনেতা অনুপম খের অবশ্য ইউজিসি-র এই নির্দেশিকাকে সমর্থন করে বলেছেন, গত বছর শতাধিক দেশে যোগ দিবস পালন করা হয়েছিল। সারা বিশ্বে যোগাসন ছড়িয়ে গিয়েছে। যোগাসনের সঙ্গে ওঁ মন্ত্রটি জড়িয়ে আছে। তাই অনর্থক বিতর্ক তৈরি করা হচ্ছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement