Bally Bridge Closed: ব্রিজ সংস্কারের কাজ হবে শেষ, এই দিন থেকে বালি ব্রিজে স্বাভাবিক হবে যান চলাচল
বালি ব্রিজ সংস্কারের জন্য ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল। ব্রিজের একাংশে যান চলাচলও বন্ধ রয়েছে।

ভাস্কর ঘোষ, হাওড়া : বৃহস্পতিবার থেকে শুরু হয়েছিল সমস্যা। শুক্রবারও অন্যথা হল না। বরং সমস্যা বাড়ল । ২৩ জানুয়ারি ছুটির দিন অফিস যাত্রীর সংখ্যা কম ছিল। শুক্রবার কাজের দিনে চাপ আরও বাড়ল। এদিন এক সঙ্গে ঘোরতর সমস্যায় পড়লেন বাসযাত্রী ও ট্রেনযাত্রীরা। বালি ব্রিজ সংস্কারের জন্য ১০০ ঘণ্টা বন্ধ ট্রেন চলাচল। ব্রিজের একাংশে যান চলাচলও বন্ধ রয়েছে। বাসে মাত্রারিক্ত ভিড় , সেই সঙ্গে বালি ব্রিজের একই লেন দিয়ে দুই - মুখী যান চলাচলের জেরে প্রবল ট্রাফিক জ্যাম, যেন গোদের উপর বিষফোঁড়া। দুর্ভোগের অন্ত রইল না বালি, দক্ষিণেশ্বর চত্বরের বাসিন্দাদের। সেই সঙ্গে হয়রানির শিকার হলেন বহু ট্রেনযাত্রী।
বালি ব্রিজে যান নিয়ন্ত্রণের জেরে বৃহস্পতিবারের পর শুক্রবারও চরম হয়রানির শিকার হলেন যাত্রীরা। আগেই এই বিষয়ে নির্দেশিকা জারি করে, বিকল্প পথের কথা বলা হয়েছিল। কিন্তু বাস্তবে দেখা গেল, অনেকের কাছেই সেই বার্তা পৌঁছায়নি। ফলে নাকাল হলেন তাঁরা।
পূর্ব রেলের শিয়ালদা-ডানকুনি শাখায় বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝে CCR ব্রিজ সংস্কারের কাজ চলছে। আর তার জেরেই সোমবার ভোর ৪টে পর্যন্ত বালি ব্রিজে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে বলে বিজ্ঞপ্তি বেরিয়েছিল রেলের তরফে। CCR ব্রিজ সংস্কারের জন্য দক্ষিণেশ্বর থেকে বালি-ডানকুনির দিকে যাওয়ার রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে। একই কারণে শিয়ালদা -ডানকুনি ট্রেন চলাচলও বন্ধ। সাধারণ মানুষের সুবিধার জন্য সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত শুধুমাত্র দুচাকা ও তিনচাকা যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। তবে শুক্রবার সকাল ৮টার মধ্যে কাজ শেষ করে রাস্তা থেকে যন্ত্রপাতি সরাতেই পারেনি রেল। যার জেরে প্রবল যানজট তৈরি হয়। বালি ঢোকার অনেকটা আগে থেকে ডানলপ পর্যন্ত কার্যত স্তব্ধ হয়ে যায় যান চলাচল। প্রায় দুঘণ্টা পর খানিকটা স্বাভাবিক হয় পরিস্থিতি।
একে ঘুরপথে যাতায়াত। দোসর যানজট। অফিসটাইমে চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এতদিন বালি স্টেশনে নেমে সিঁড়ি দিয়ে উঠে ডানলপ বা ডানকুনি যাওয়ার বাস ধরা যেত। কিন্তু ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় বৃহস্পতিবার অনেককেই ঝুঁকি নিয়ে রেলিং টপকে, তারের জালের ওপর দিয়ে কিম্বা নীচের ফাঁক গলে যেতে দেখা যায়। এই খবর সম্প্রচার করার পরই অবশ্য তড়িঘড়ি বালি হল্ট স্টেশনের পাঁচিল ভেঙে তৈরি করে দেওয়া হয় বিকল্প রাস্তা। প্রশ্ন উঠেছে, এই যাত্রী হয়রানির দায় কার? বিকল্প রাস্তা কেন আগে তৈরি করা হয়নি?
রবিবার রাতের মধ্যেই CCR ব্রিজ সংস্কারের কাজ শেষ করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। সেক্ষেত্রে সোমবার থেকে যান চলাচল স্বাভাবিক হবার সম্ভাবনা।






















