এক্সপ্লোর
Advertisement
এস এম কৃষ্ণর জামাইয়ের সংস্থায় আয়কর তল্লাশি, উদ্ধার ৬৫০ কোটি টাকার গোপন আয়ের নথি
নয়াদিল্লি: প্রাক্তন বিদেশমন্ত্রী এস এম কৃষ্ণর বড় জামাই ভি জি সিদ্ধার্থর ক্যাফেতে তল্লাশি চালিয়ে ৬৫০ কোটি টাকার গোপন আয় সংক্রান্ত নথি উদ্ধার করলেন আয়কর বিভাগের আধিকারিকরা। এক আধিকারিক বলেছেন, কর্ণাটক, মুম্বই, চেন্নাইয়ের ২৫টি জায়গায় চারদিন ধরে তল্লাশি চালানো হয়। ২১ তারিখ থেকে তল্লাশি শুরু হয়। শেষ হয়েছে রবিবার। এই তল্লাশিতেই গোপন আয়ের নথি পাওয়া গিয়েছে। সিদ্ধার্থর সংস্থা ৬৫০ কোটি টাকার চেয়ে অনেক বেশি আয়ের কথা গোপন করেছে বলে সন্দেহ আয়কর বিভাগের আধিকারিকদের।
আয়কর বিভাগের অপর এক আধিকারিক বলেছেন, আয়কর বিভাগের তদন্তকারী বিভাগের ডিরেক্টর জেনারেল বি আর বালকৃষ্ণণের নেতৃত্বে কর্ণাটকের বিভিন্ন জায়গায় সিদ্ধার্থ ও তাঁর সংস্থার অন্যান্য আধিকারিকদের দফতরে চারদিন ধরে তল্লাশি চালানো হয়েছে। আয় সংক্রান্ত তথ্য গোপন করা ছাড়াও বিভিন্ন বেআইনি কার্যকলাপের প্রমাণ পাওয়া গিয়েছে। সব নথি খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সম্পূর্ণ হওয়ার পর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
জেলার
Advertisement