আমাকে বলতেন আরএসএস খারাপ, এখন কি ওরা ভাল হয়ে গিয়েছে? প্রণবকে কটাক্ষ মণীশ তিওয়ারির
-@CitiznMukherjee May I ask you a question that you still have not answered that is bothering millions of Secularists&Pluralists.Why did you choose go to the RSS headquarters & deliver homilies on Nationalism?Your generation cautioned mine in training camp after training camp 1/2
— Manish Tewari (@ManishTewari) June 8, 2018
প্রথম ট্যুইটে মণীশ লেখেন, ‘আমি কি আপনাকে (প্রণব) একটা প্রশ্ন করতে পারি? আপনি এখনও এর জবাব দেননি। লক্ষ লক্ষ ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী ভাবনায় বিশ্বাসী ব্যক্তি জবাব চাইছেন। বলুন, আপনি কেন আরএসএস-এর সদর দফতরে গিয়ে জাতীয়তাবাদ নিয়ে উপদেশ দিলেন? আপনার প্রজন্মের লোকজনই প্রশিক্ষণ শিবিরে আমাকে সতর্ক করতেন।’
2/2 thru 80’s &90’s about the intent & designs of https://t.co/LfXXRNck0b were a part of the Govt that banned RSS in 1975 & then again in 1992. Don’t you think you should tell us what was evil about RSS then that has become virtuous now? Either what we were told then was wrong2/2
— Manish Tewari (@ManishTewari) June 8, 2018
এরপর এই কংগ্রেস নেতা আরও লেখেন, ‘১৯৭৫ ও ১৯৯২ সালে যখন সরকার আরএসএস-কে নিষিদ্ধ করেছিল, তখন আপনি মন্ত্রী ছিলেন। আপনার কি মনে হয় না আমাদের বলা উচিত তখন আরএসএস-এর কী দোষ ছিল আর এখন ওরা কেন ভাল হয়ে গিয়েছে? ১৯৩৮ সালে মিউনিখ চুক্তির মাধ্যমে নাজিরা ইউরোপে শান্তি প্রতিষ্ঠা করেছে বলে ভুল ধারণা তৈরি হয়েছিল।’
3/3 or your lending respectability if not legitimacy to RSS by the act of association is not kosher given your stature in Public life.Was it an attempt at ideological rapprochement/lowering bitterness in political firmament/positioning as cynics suggest.Whatever the motivation4/4
— Manish Tewari (@ManishTewari) June 8, 2018
কংগ্রেসের একাধিক নেতা প্রণবকে আরএসএস-এর অনুষ্ঠানে না যাওয়ার আর্জি জানান। প্রাক্তন রাষ্ট্রপতির মেয়ে শর্মিষ্ঠাও আপত্তি জানান। তা সত্ত্বেও নাগপুরে যান প্রণব। এই অনুষ্ঠানে তাঁর বক্তব্য প্রশংসিত হলেও, কংগ্রেসের অস্বস্তি এখনও কাটেনি। সেই কারণেই মণীশ তাঁকে আক্রমণ করলেন বলে মনে করছে রাজনৈতিক মহল।
4/4 was it will be seen as just an attempt to mainstream RSS in secular&pluralistic consciousness.History tells us when Nazi’s were strutting around Europe in black berets Chamberlain thru Munich Pact- 1938 thought he had bought the ‘Peace of our Times’.What a false dawn it was????
— Manish Tewari (@ManishTewari) June 8, 2018