এক্সপ্লোর
Advertisement
এস পি বালসুব্রহ্মণ্যমকে ইলাইয়ারাজার আইনি নোটিশ
চেন্নাই: তাঁর সম্মতি ছাড়াই তাঁর রচিত গান কনসার্টে গাওয়া হচ্ছে। এই অভিযোগে প্রবাদপ্রতিম গীতিকার ইলাইয়ারাজা আইনি নোটিশ পাঠালেন বিখ্যাত গায়ক এস পি বালসুব্রহ্মণ্যমকে।
এই মুহূর্তে আন্তর্জাতিক সফরে ব্যস্ত বালসুব্রহ্মণ্যম জানিয়েছেন, এখন থেকে অন্য গীতিকারদের লেখা গান গাইবেন তিনি, বাদ দেবেন ইলাইয়ারাজার গান। বহু জাতীয় পুরস্কার বিজেতা এই গায়ক ফেসবুক পোস্টে লিখেছেন, গোটা ঘটনা দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন, বন্ধু, সঙ্গীতপ্রেমী ও সংবাদমাধ্যমকে অনুরোধ করেছেন, গোটা ঘটনা তাঁর ও ইলাইয়ারাজার মধ্যে অশান্তি হিসেবে যেন না দেখানো হয়।
তিনি জানিয়েছেন, ইলাইয়ারাজার আইনজীবী কিছুদিন আগে তাঁকে, তাঁর ছেলে চরণকে ও সঙ্গীতশিল্পী চিত্রাকে আইনি নোটিশ পাঠিয়েছেন। বিভিন্ন শহরে তাঁর কনসার্টের আয়োজকদের কাছেও একই নোটিশ গিয়েছে। তাতে বলা হয়েছে, ইলাইয়ারাজার লেখা গান তাঁর অনুমতি ছাড়াই গাওয়া বন্ধ করতে হবে। যদি তাঁরা এরপরেও তা বজায় রাখেন, তবে তা লঙ্ঘন করবে কপিরাইট আইন, তাঁদের প্রচুর টাকা জরিমানা তো দিতে হবেই, আইনি ব্যবস্থারও মুখোমুখি হতে হবে।
ইলাইয়ারাজা
ইলাইয়ারাজার লেখা অসংখ্য গানে কণ্ঠ দেওয়া এস পি জানিয়েছেন, এরপর থেকে তিনি আর ওই সব গান গাইতে পারবেন না। তাঁর কথায়, এ ধরনের আইনি খুঁটিনাটি নিয়ে তিনি ওয়াকিবহাল নন। তাঁর ছেলে চরণ এই ওয়ার্ল্ড ট্যুর আয়োজন করেছেন, অগাস্টে কানাডা থেকে শুরু হয়েছে সফর। রাশিয়া, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, সিঙ্গাপুর, দুবাইয়ে তাঁদের কনসার্ট হয়েছে, আমেরিকা সফর চলাকালীন আচমকা এসেছে এই নোটিশ। আগে রাজা তাঁর গান গাওয়া নিয়ে তাঁকে কোনও আপত্তির কথা জানাননি বলে তিনি দাবি করেছেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
Advertisement