এক্সপ্লোর
Advertisement
সুকমা: বলিদান বৃথা যাবে না, জানালেন মোদী, মাওবাদী হামলার নিন্দা মমতার
নয়াদিল্লি ও কলকাতা: সুকমায় সিআরপিএফ জওয়ানদের কনভয়ে মাওবাদী হামলার তীব্র নিন্দা করলেন প্রধানমমন্ত্রী নরেন্দ্র মোদী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হামলাকে কাপুরুষোচিত বলে উল্লেখ করে মোদী টুইটারে লেখেন, ছত্তিশগড়ে সিআরপিএফ জওয়ানদের ওপর হামলা অত্যন্ত নিন্দনীয়। আমরা পরিস্থিতির ওপর নজর রাখছি।
[embed]https://twitter.com/narendramodi/status/856498236856520708[/embed] প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, এই বলিদান বৃথা যাবে না। তিনি লেখেন, সিআরপিএফ জওয়ানদের সাহসিকতায় আমরা গর্বিত। শহিদদের এই বলিদান বৃথা যাবে না। নিহতদের পরিবারকে সমবেদনা। পাশাপাশি, আহতদের দ্রুত আরোগ্য কামনাও করেন তিনি। [embed]https://twitter.com/narendramodi/status/856498422794248193[/embed] [embed]https://twitter.com/narendramodi/status/856498526657826816[/embed] হামলার নিন্দা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। টুইটারে তিনি লেখেন, ছত্তিশগড়ের সুকমায় সিআপরিএফ জওয়ানদের মৃত্যুতে শোকাহত। এই হিংসার তীব্র নিন্দা করছি। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা। [embed]https://twitter.com/MamataOfficial/status/856494551321780224[/embed]নিন্দা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ। জানান, এদিনের ঘটনায় তিনি মারাত্মক ব্যথিত। তিনি জানান, হামলা ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিমন্ত্রী হংসরাজ অহিরের সঙ্গে তাঁর কথা হয়েছে।অহির ছত্তিশগড় যাচ্ছেন।
[embed]https://twitter.com/rajnathsingh/status/856493537830912000[/embed] [embed]https://twitter.com/rajnathsingh/status/856493675089502208[/embed] নিন্দা করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহানও। টুইটারে তিনি লেখেন, সুকমা বীর জওয়ানদের মৃত্যুতে শোকাহত ও ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা ও প্রার্থনা। https://twitter.com/ChouhanShivraj/status/856487696666996736 এদিন দুপুর ১২টা ২৫ নাগাদ নাগাদ সুকমা জেলার দক্ষিণ বস্তার অঞ্চলের অন্তর্গত বুরকাপাল-চিন্তাগুফায় টহলদারির সময় হঠাৎই হামলা চালায় ৩০০-এর বেশি মাওবাদী। শেষ খবর মেলা পর্যন্ত মৃত্যু হয়েছে অন্তত ২৬ জন জওয়ানের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
খুঁটিনাটি
Advertisement