এক্সপ্লোর
এখনও আমরা মন্দির-মসজিদ নিয়ে পড়ে আছি! আক্ষেপ আমজাদের
![এখনও আমরা মন্দির-মসজিদ নিয়ে পড়ে আছি! আক্ষেপ আমজাদের Sad That People Talk About Building Temples Mosques Even Today Amjad Ali এখনও আমরা মন্দির-মসজিদ নিয়ে পড়ে আছি! আক্ষেপ আমজাদের](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2016/08/12202601/amjad-ali-visa-contro.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মু্ম্বই: এখনও কেউ কেউ মন্দির বা মসজিদ তৈরির কথা বলেন। এটা খুবই দুঃখের। এভাবেই সাম্প্রদায়িক বিভাজনের মানসিকতা নিয়ে খেদ ব্যক্ত করলেন বিশ্বখ্যাত সরোদ শিল্পী আমজাদ আলি খান। মুম্বইতে তাঁর লেখা বই ‘মাস্টার অন মাস্টার্স’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে আমজাদ আলি খানের আক্ষেপ, শিক্ষাও মানুষকে একে অপরের প্রতি সহমর্মী করতে পারছে না।
এই প্রবাদপ্রতিম শিল্পী বলেন, উচ্চশিক্ষিত মানুশদের মধ্যেই কট্টরপন্থী মানসিকতা দূর হয়নি। এটা দেখে খুব কষ্ট হয়। প্রবাসীরাই হোক বা শিক্ষিত ভারতীয়, গোঁড়ামি এখনও বদ্ধমূল হয়ে রয়েছে। এখনও মন্দির-মসজিদ নিয়ে কথা বলা হয়। প্রবাসীদের দেশের সংস্কৃতি সম্পর্কে আবেগ রয়েছে। কিন্তু একইসঙ্গে কোনও কোনও অনাবাসী ভারতীয়ও যথেষ্ট গোঁড়া। যদিও তাঁরা উচ্চশিক্ষিত।
আমজাদ আলি খান আরও বলেন, শিক্ষা মানুষের মধ্যে সহমর্মিতা ও সহানুভূতিশীলতা গড়ে তুলতে পারেনি। তাঁর প্রশ্ন একজন পিএইচডি ডিগ্রিধারী কীভাবে গোঁড়া ও সাম্প্রদায়িক হতে পারেন।
আমজাদ আলি খান বলেছেন, এই সমস্যা শুধু ভারতেরই নয়, সারা বিশ্বেই রয়েছে।
বর্তমানে অসহিষ্ণুতা বাড়ছে বলেও মন্তব্য করেছেন সরোদ শিল্পী। তিনি এ জন্য শিক্ষা ব্যবস্থার ত্রুটিকেই দায়ী করেছেন।
তিনি আরও বলেছেন, বর্তমানে মানুষই যেন সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী হয়ে উঠেছে।
‘মাস্টার অন মাস্টার্স’ গ্রন্থে ভারতীয় ধ্রুপদ সঙ্গীতের দিকপালদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন আমজাদ আলি খান।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
হুগলি
খবর
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)