এক্সপ্লোর
Advertisement
দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মত প্রকাশ করায় সানাকে অভিনন্দন জানিয়ে টুইট নাগমার, কী বললেন সৌরভের উদ্দেশে
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদের আবহেই খুশবন্ত সিংহকে উদ্ধৃত করে সৌরভ-কন্যার পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। সৌরভ বলেছিলেন, “ওকে জড়াবেন না। এই পোস্টটা সত্যি নয়। রাজনীতির কিছু জানার ব্যাপারে ও খুবই ছোট।” পরে সানার পোস্টটি সরিয়ে ফেলা হয়।
কলকাতা: সানা গঙ্গোপাধ্যায়ের একটি ইনস্টাগ্রাম পোস্ট। যেখানে নাগরিকত্ব সংশোধনী আইন এবং পরবর্তী সময়ে দেশের পরিস্থিতি নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছিলেন সৌরভ-কন্যা। তা থেকেই শুরু হয়েছিল বিতর্ক। আসরে নেমেছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় স্বয়ং। আবেদন করেছিলেন, রাজনীতির মধ্যে মেয়েকে না জড়াতে। এবার সেই ঘটনায় আলাদা মাত্রা যোগ করল দক্ষিণী অভিনেত্রী নাগমার টুইট! সানাকে নিজের মত প্রকাশ করার জন্য অভিনন্দন জানালেন তিনি। সঙ্গে মেয়েকে মত প্রকাশের স্বাধীনতা দেওয়ার জন্য সৌরভের কাছেও আবেদন করেছেন নাগমা।
সংশোধিত নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রতিবাদের আবহেই খুশবন্ত সিংহকে উদ্ধৃত করে সৌরভ-কন্যার পোস্ট ঘিরে উত্তাল হয়ে উঠেছিল সোশ্যাল মিডিয়া। সৌরভ বলেছিলেন, “ওকে জড়াবেন না। এই পোস্টটা সত্যি নয়। রাজনীতির কিছু জানার ব্যাপারে ও খুবই ছোট।” পরে সানার পোস্টটি সরিয়ে ফেলা হয়। তবে মেয়েকে স্বাধীন মত প্রকাশে বাধা দেওয়ায় সমালোচিত হন সৌরভ।
নাগমা শনিবার টুইট করেন, “সানা একজন প্রাপ্তবয়স্ক নাগরিক। ওর ভোট দেওয়ার অধিকার যেমন আছে, তেমনই স্বাধীনভাবে মতপ্রকাশের অধিকারও আছে। সৌরভ যেন সানাকে বাধা দিও না। বরং রাজনৈতিক মত প্রকাশের স্বাধীনতাকে বাবা হিসেবে উৎসাহিত করো।” প্রসঙ্গত, একসময় অভিনেত্রী নাগমার সঙ্গে সৌরভের সম্পর্ক নিয়ে প্রচুর জল্পনা চলেছে। তাই নাগমার টুইট গোটা ঘটনায় আলাদা তাৎপর্য যোগ করেছে।I congratulate @sanaganguly on her views on the current situation prevailing in the country& urge her & @SGanguly99 that he Should allow her to share her views freely & encourage her thoughts to let it make known them in the publidomain after knowing that she eligible age tovote
— Nagma (@nagma_morarji) December 20, 2019
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement