সরবজিতের বোন দলবীর কউর বিজেপিতে
ফাজিলকা (পঞ্জাব): বিজেপিতে যোগ দিলেন সরবজিত্ সিংহের বোন দলবীর কৌর। পাকিস্তানে নাশকতা, বিস্ফোরণে জড়িত থাকার অভিযোগে দোষী ঘোষিত, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভাইকে পাকিস্তানের জেল থেকে ছাড়াতে ২০০৫ থেকে দৌড়ঝাঁপ করার সময় থেকেই বিজেপির সঙ্গে তাঁর যোগাযোগ। তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলেও খবর ছিল। পঞ্জাব বিজেপির কিষাণ মোর্চার সাধারণ সম্পাদক গুরবিন্দর সিংহ আজ সাংবাদিকদের বলেন, কিষাণ শাখার সম্মেলনে বিজেপি এমএলএ তথা পঞ্জাবের মন্ত্রী সুরজিত্ জানির উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন দলবীর। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বিজেপিতে যোগদানের কথা স্বীকার করেন দলবীর নিজেও।
সন্ত্রাসবাদে জড়িত থাকা, ভারতের হয়ে চরবৃত্তির দায়ে ১৯৯১ সালে দোষী সাব্যস্ত হন সরবজিতকে মৃত্যুদণ্ড দেওয়া হলেও পাক সরকার সাজার নির্দেশ কার্যকর করা অনির্দিষ্ট কাল স্থগিত রাখে। তিনি ছিলেন কড়া নিরাপত্তার চাদরে মোড়া লাহৌর জেলে। সেখানে ২০১৩ সালে একদল সহবন্দির নৃশংস মারে জখম হয়ে কোমায় ছিলেন প্রায় এক সপ্তাহ। হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি।