এক্সপ্লোর
Advertisement
শরণার্থী নীতি পুনর্বিবেচনা করতে ট্রাম্পকে অনুরোধ সত্যার্থীর
হরিদ্বার: বিশ্বের সব জায়গার শিশুদের জন্য সকলের হৃদয়, সীমান্ত ও দরজা খুলে দেওয়া উচিত। যেভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কয়েকটি মুসলিম দেশের শরণার্থীদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেছেন, তার বিরোধিতা করে শান্তিতে নোবেলপ্রাপ্ত সমাজকর্মী কৈলাস সত্যার্থী বললেন এ কথা।
সত্যার্থী বলেছেন, জার্মানি, তুরস্ক ও অস্ট্রিয়ার শরণার্থী শিবিরে শিশুদের দুর্দশা তিনি দেখেছেন। দেশের সামাজিক-রাজনৈতিক অবস্থার শিকার এই শিশুরা শরণার্থী হতে বাধ্য হয়েছে, অথচ দেশের পরিস্থিতির জন্য তারা কোনওভাবেই দায়ী নয়। অসহায় এই নাগরিকদের বিষয়টি আরও সংবেদনশীলতার সঙ্গে দেখা উচিত।
তাঁর কথায়, অস্ট্রিয়া যখন ঠিক করেছিল, শরণার্থীদের মুখের ওপর দরজা বন্ধ করে দেবে, তখন সেখানকার পার্লামেন্টে বক্তৃতা দিতে গিয়ে এর প্রতিবাদ করেন তিনি। ট্রাম্প প্রশাসনকেও তাঁর সেই একই কথা, বিশ্বের শিশুদের জন্য সব দরজা, জানালা হাট করে খুলে দিন।
যেভাবে ট্রাম্প সরকার বেআইনি অনুপ্রবেশকারীদের ফেরত পাঠানোর জন্য নিয়মনীতি আরও কড়া করেছে, তারও বিরোধিতা করেছেন সত্যার্থী। এর ফলে অনুপ্রবেশকারীদের বিদেশে জন্ম নেওয়া শিশুদের অন্য কোথাও আস্তানা পেতে সমস্যা হতে পারে বলে তাঁর অভিমত।
এইসব ‘তথাকথিত’ বেআইনি অনুপ্রবেশকারীদের শিশুদের অধিকারের বিষয়ে ট্রাম্প সরকারের আরও মানবিক হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খুঁটিনাটি
ব্যবসা-বাণিজ্যের
Advertisement