৭৫ লক্ষের ওপর গৃহঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক

নয়াদিল্লি: গৃহঋণে সুদের হার কমাল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ৭৫ লক্ষের ওপর গৃহঋণের ক্ষেত্রে সুদের হার ১০ বেসিস পয়েন্ট কমানো হয়েছে। আগামী ১৫ জুন থেকে নতুন হার কার্যকর হবে। ব্যাঙ্ক জানিয়েছে, বেতনভুক্ত মহিলাদের জন্য এই হার হবে ৮.৫৫ শতাংশ। অন্যদের ক্ষেত্রে তা হবে ৮.৬০ শতাংশ। এদিন ব্যাঙ্কের এমডি রজনীশ কুমার বলেন, সাম্প্রতিকালে গৃহঋণের ক্ষেত্রে ঝুঁকির গুরুত্ব অনুযায়ী, যে সুদের হার কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক, এসবিআই-ও সেই অনুযায়ী সুদের হার কমাল। প্রসঙ্গত, দ্বিতীয় দ্বিমাসিক আর্থিক নীতি পর্যালোচনা করতে গিয়ে গৃহঋণের ক্ষেত্রে রিস্ক ওয়েট বা ঝুঁকির গুরুত্ব ৭৫ শতাংশ থেকে কমিয়ে ৫০ শতাংশ করে আরবিআই।






















