সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালান্স ৫ থেকে কমিয়ে ৩ হাজার করল স্টেট ব্যাঙ্ক, বিশেষ ছাড় পেনসনভোগী, অপ্রাপ্তবয়স্কদের
মুম্বই: সেভিংস অ্যাকাউন্টের ন্যূনতম গড় মাসিক ব্যালান্স ৫ হাজার থেকে কমিয়ে ৩ হাজার টাকা করল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এই ব্যালান্স না বজায় রাখলে যে চার্জ আদায়ের সংস্থান ছিল, তাতেও ছাড় দিয়েছে দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক।
সোমবার, এক বিবৃতি পেশ করে এসবিআই জানিয়েছে, ন্যূনতম গড় মাসিক ব্যালান্সের আওতা থেকে বাদ দেওয়া হয়েছে পেনসনভোগী, অপ্রাপ্তবয়স্ক এবং সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্পের সাহায্যপ্রাপ্তদের। আগামী অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হবে।
পাঁচ বছর স্থগিত রাখার পর গত এপ্রিল মাসে, মিনিমাম মান্থলি অ্যাভারেজ ব্যালান্স (এমএবি) বজায় না রাখার জন্য চার্জ ধার্য করার সংস্থান পুনরায় চালু করেছিল এসবিআই। মেট্রোপলিটান বা বড় শহরে এমএবি ছিল ৫ হাজার টাকা। ছোট শহর (আর্বান) ও শহরতলির (সেমি-আর্বান) ক্ষেত্রে এই সীমা যথাক্রমে ছিল ৩ হাজার ও ২ হাজার টাকা। গ্রামীণ (রুরাল) শাখার ক্ষেত্রে সীমা ছিল ১ হাজার টাকা।
এদিন ব্যাঙ্কের তরফে জানানো হয়, বড় শহরকেও মাঝারি শহরের শ্রেণিতে রাখা হবে। ফলে, এবার থেকে বড় শহরের ব্রাঞ্চেও ন্যূনতম গড় মাসিক ব্যালান্স হবে ৩ হাজার টাকা। এই ব্যালান্স বজায় না রাখলে যে চার্জ ধার্য করার সংস্থান রেখেছে ব্যাঙ্ক, তাতেও ছাড় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এসবিআই।
এদিন ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, চার্জ বিভিন্ন ক্ষেত্রে ২০ থেকে ৫০ শতাংশ কমানো হচ্ছে। যেমন, সেমি-আর্বান ও রুরাল শাখার ক্ষেত্রে এই চার্জ ২০ থেকে ৪০ টাকা করা হবে। আর্বান ও মেট্রো শহরের ক্ষেত্রে এই চার্জ হবে ৩০ থেকে ৫০ টাকা। এতদিন মেট্রো শহরের ক্ষেত্রে অ্যাকাউন্টের ন্যূনতম ব্যালান্স ৫ হাজার টাকার ৭৫ শতাংশের নীচে নেমে গেলে, ব্যাঙ্ক ১০০ টাকা চার্জ করত। তার সঙ্গে যোগ হতো জিএসটি। অন্যদিকে, গ্রামীণ ক্ষেত্রে এই চার্জ ছিল ২০ থেকে ৫০ টাকা, জিএসটি অতিরিক্ত।
এদিন ব্যাঙ্কের তরফে জানিয়ে দেওয়া হয়, একেবারে সাধারণ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং প্রধানমন্ত্রীর জনধন অ্যাকাউন্টের ক্ষেত্রে এই চার্জ কার্যকর নয়।