এক্সপ্লোর
Advertisement
অ্যাকাউন্টে নির্দিষ্ট পরিমাণ টাকা না রাখায় জরিমানা বাবদ স্টেট ব্যাঙ্কের আদায় ২৩৫.০৬ কোটি টাকা
নয়াদিল্লি: অ্যাকাউন্টে মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা না রাখলে জরিমানা হবে। এই নির্দেশিকার পর রাষ্ট্রায়ত্ত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জরিমানা বাবদ চলতি অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে ২৩৫.০৬ কোটি টাকা পেয়েছে। ৩৮৮.৭৪ লক্ষ অ্যাকাউন্ট থেকে এই পরিমাণ অর্থ জরিমানা বাবদ আদায় হয়েছে। তথ্যের অধিকার আইন (আরটিআই) –এর মাধ্যমে এই তথ্য জানা গিয়েছে।
মধ্যপ্রদেশের সমাজকর্মী চন্দ্রশেখর গৌড় তথ্যের অধিকার আইনে স্টেট ব্যাঙ্কের কাছ থেকে এ ব্যাপারে তথ্য জানতে চেয়েছিলেন। উত্তরে স্টেট ব্যাঙ্ক জানিয়েছে, গত ৩০ জুন শেষ হওয়া ত্রৈমাসিকে নির্দিষ্ট ন্যুনতম পরিমাণ টাকা অ্যাকাউন্টে না থাকার কারণে মোট ২৩৫.০৬ কোটি টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গৌড়ের দাবি, এই জরিমানার কোপ সবচেয়ে বেশি পড়েছে দরিদ্র শ্রেণীর গ্রাহকদের ওপর। কারণ, তাঁরা অল্প পরিমাণ টাকা সেভিংস অ্যাকাউন্টে রাখেন এবং স্বল্প পরিমাণ টাকা তোলেন। তাঁর দাবি, গরিবদের কথা মাথায় রেখে স্টেট ব্যাঙ্কের জরিমানা ধার্য করার বিধিটি পর্যালোচনা করে দেখতে হবে। কারণ, এই শ্রেণীর গ্রাহকরা তাঁদের অ্যাকাউন্টে বেশি পরিমাণ টাকা দীর্ঘদিন ধরে জমা রাখতে পারেন না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
Advertisement