এক্সপ্লোর
১৩ বছর বয়সি ধর্ষিতাকে ৩২ সপ্তাহে গর্ভপাতের অনুমতি সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: ধর্ষণের ফলে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিল ১৩ বছর বয়সি একটি মেয়ে। তার গর্ভে থাকা সন্তানের বয়স ৩২ সপ্তাহ। এই অবস্থায় তাকে গর্ভপাতের অনুমতি দিল সুপ্রিম কোর্ট। মেয়েটির মা গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। সুপ্রিম কোর্ট সেই আবেদন মঞ্জুর করেছে। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও বিচারপতি অমিতাভ রাও ও বিচারপতি এ এম খানবিলকরের বেঞ্চ বলেছে, মেয়েটির শারীরিক অবস্থা খতিয়ে দেখার জন্য মুম্বইয়ের স্যার জে জে গ্রুপ অফ হসপিটালসে একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছিল। সেখানে গর্ভপাতের যৌক্তিকতা খতিয়ে দেখা হয়। সেই মেডিক্যাল বোর্ডের রিপোর্ট পাওয়ার পরেই গর্ভপাতের অনুমতি দেওয়া হয়েছে। গত ২৮ জুলাই ১০ বছর বয়সি এক ধর্ষিতাও ৩২ সপ্তাহে গর্ভপাতের অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তবে মেডিক্যাল রিপোর্টে বলা হয়, গর্ভপাতের ফল মেয়েটি বা তার গর্ভে থাকা সন্তানের পক্ষে ভাল হবে না। সেই কারণেই গর্ভপাতের অনুমতি দেয়নি সুপ্রিম কোর্ট। সম্প্রতি মেয়েটি চণ্ডীগড়ে একটি সন্তানের জন্ম দিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















