এক্সপ্লোর
কেরলে মুসলিমকে বিয়ে করা হিন্দু মেয়েকে ২৭ নভেম্বর হাজির করতে বাবাকে নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: কেরলের লাভ জেহাদ মামলার শুনানিতে হিন্দু থেকে ধর্ম বদলে ইসলাম গ্রহণ করা যে মেয়েটির মুসলিম প্রেমিককে বিয়ে করা নিয়ে যাবতীয় বিতর্কের সূত্রপাত, তাঁকে ২৭ নভেম্বর পেশ করতে বলল সুপ্রিম কোর্ট। অভিযোগ, কেরলে হিন্দু মেয়েদের প্রেমের ফাঁদে জড়িয়ে ধর্ম বদলানোর সুপরিকল্পিত চক্রান্ত চলছে। ওদের আইসিস-এর হয়ে জেহাদে নামাতে সিরিয়ায় পাঠানোই লক্ষ্য। এটা লাভ জিহাদ। এনআইএ-র তরফে বলা হয়, কেরলে মৌলবাদী ভাবাদর্শে দীক্ষিত করে সম্মতি আদায় করে নেওয়ার একটা মসৃণ মেশিনারি চলছে। এমনকী তরুণীদের প্রভাবিত করতে সম্মোহনের কৌশল জানা লোকজনকে লাগানো হচ্ছে! এমন ৮৯টি ঘটনার খবর তাদের কাছে এসেছে বলে জানান জাতীয় তদন্তকারী সংস্থার তরফে অতিরিক্ত সলিসিটর জেনারেল মনিন্দর সিংহ। সুপ্রিম কোর্ট অবশ্য এদিন শুনানিতে বলেছে, বিয়ে ব্যক্তিগত ব্যাপার। অপরাধীকে কেউ বিয়ে করতে পারবে না, এমন কোনও আইন নেই। ব্যক্তিগত অধিকার খর্ব করার চেষ্টা চলবে না। একইসঙ্গে প্রাপ্তবয়স্কের ওপর অভিভাবকের কর্তৃত্ব চলতে পারে কিনা, তাও খতিয়ে দেখা হবে বলে জানায় সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এএম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ হাদিয়া নামে ধর্মান্তরিত মেয়েটির বাবা কে এম অশোকনের কৌঁসুলি শ্যাম দিওয়ানকে নির্দেশ দেয়, মেয়েটিকে বেঞ্চের সামনে হাজির করা সুনিশ্চিত করুন। ২৭ নভেম্বর হাদিয়ার মানসিক অবস্থা কেমন, সে স্বেচ্ছায় প্রেমিক শাফিক জাহানকে বিয়েতে রাজি হয়েছে কিনা, সম্ভবত খতিয়ে দেখবে বেঞ্চ। হাদিয়ার স্বামী শাফিন মৌলবাদী এবং কেরলে মৌলবাদ ছড়ানোয় পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো একাধিক সংগঠন জড়িত বলে সওয়াল করেন দিওয়ান। কেরল হাইকোর্ট শাফিন, হাদিয়া বিয়ে ভেঙে দেয়, দেশের মহিলাদের স্বাধীন ভাবনাচিন্তার প্রতি অপমান বলে জানায়, তাকে কোট্টায়মে বাবা-মার কাছে থাকতে বলে। এরপর সুপ্রিম কোর্টে যান শাফিন। ৭ অক্টোবর কেরল সরকার সুপ্রিম কোর্টে জানায়, পুলিশ হাদিয়ার ধর্ম বদল ও শাফিনকে বিয়ের পূর্ণাঙ্গ অনুসন্ধান করেও মামলার তদন্তভার এনআইএ-র হাতে দেওয়ার মতো দরকারি তথ্য পায়নি। সম্প্রতি হাদিয়ার একটি ভিডিও সামনে আসে, যাতে মেয়েটি বাবা-মা তাকে বাড়িতে আটকে রেখেছেন বলে অভিযোগ করে তাকে সেখান থেকে বেরতে সাহায্য করার জন্য আবেদন করেছেন সমাজকর্মী রাহুল ঈশ্বরকে। তাকে বলতে শোনা গিয়েছে, এখানে আজ না হয় কাল, আমি মারা যাবই। বাবার রাগ দিনদিন বাড়ছে। আমায় মারধর করা হচ্ছে। এখান থেকে আমায় উদ্ধার করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















