জয়ললিতার মৃত্যু: সিবিআই তদন্তের দাবিতে শশীকলা পুষ্পার আবেদন খারিজ সুপ্রিম কোর্টে
নয়াদিল্লি: তামিলনাড়ুর প্রয়াত মুখ্যমন্ত্রী জয়ললিতার মৃত্যুর সিবিআই তদন্তের দাবির আবেদনকে খারিজ করল সুপ্রিম কোর্ট।
এদিন, রাজ্যসভা সাংসদ তথা বহিষ্কৃত এআইএডিএমকে নেত্রী শশীকলা পুষ্পার দাখিল করা আবেদন খারিজ করে বিচারপতি পি সি ঘোষ এবং বিচারপতি আর এফ নরিম্যানের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়ে দেয়, যেহেতু বিষয়টি ইতিমধ্যেই মাদ্রাজ হাইকোর্টে বিচারাধীন, তাই পৃথকভাবে এই নিয়ে কোনও আবেদন গৃহীত হবে না।
এদিন শশীকলার পাশাপাশি, তামিলনাড়ু তেলুগু যুব শক্তি নামে এক স্বেচ্ছাসেবী সংগঠনের একই দাবি নিয়ে করা আবেদনও খারিজ করে দেয় শীর্ষ আদালত। তারাও জয়ললিতার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে সংশয় প্রকাশ করে মেডিক্যাল রিপোর্ট বিশেষজ্ঞের দ্বারা পরীক্ষার দাবি তোলে।
এর আগে, গত ১৮ ডিসেম্বর জয়ললিতার মৃত্যু নিয়ে সিবিআই তদন্তের দাবি জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন শশীকলা পুষ্পা। নিজের আবেদনে জয়ললিতার মৃত্যুকে ‘সন্দেহজনক’ উল্লেখ করে তিনি অভিযোগ করেন, নেত্রীর মৃত্যুর আসল কারণ প্রকাশ করা হয়নি। কাউকে তাঁর কাছে যেতে দেওয়া হয়নি।
শশীকলার আরও দাবি, জয়ললিতার দেহে পচন রোধের জন্য যে বিভিন্ন রাসায়নিক পদার্থের ব্যবহার করা হয়েছিল, মৃতদেহের ছবিতে সেই ছাপ স্পষ্ট ছিল। তিনি যোগ করেন, হাসপাতালে ভর্তি হওয়া থেকে মৃত্যু—গোটাটাই ছিল মোড়কে ঢাকা।
এই প্রেক্ষিতে কেন্দ্র, রাজ্য ও অ্যাপোলো হাসপাতাল কর্তৃপক্ষের থেকে জবাবদিহির দাবিও তুলেছিলেন রাজ্যসভার সাংসদ। জয়ললিতার স্বাস্থ্য ও চিকিৎসা সংক্রান্ত যাবতীয় রিপোর্ট, মুখবন্ধ খামে শীর্ষ আদালতে জমা দেওয়ার দাবি করেন তিনি।