এক্সপ্লোর
স্কুলে যোগ বাধ্যতামূলক করার আর্জি খারিজ সুপ্রিম কোর্টে

নয়াদিল্লি: স্কুলে যোগ বাধ্যতামূলক করার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। একটি জাতীয় যোগ নীতি প্রণয়ন একং স্কুলে প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত যোগচর্চা বাধ্যতামূলক করার আর্জি জানিয়ে দায়ের করা পিটিশন খারিজ করে বিচারপতি এম বি লোকুরের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছে, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এ ব্যাপারে আদালত সরকারকে নির্দেশ দিতে পারে না। দিল্লি বিজেপি মুখপাত্র ও আইনজীবী অশ্বিনী কুমার উপাধ্যায় এবং জেসি শেঠের দায়ের করা পিটিশন সম্পর্কে সিদ্ধান্ত জানাতে গিয়ে সর্বোচ্চ আদালত সাফ জানিয়েছে, স্কুলে কী শিক্ষা দেওয়া হবে, তা মৌলিক অধিকার নয়। উপাধ্যায় জীবন, শিক্ষা ও সমতার মতো মৌলিক অধিকারগুলির কথা মাথায় রেখে প্রথম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের ‘যোগ ও স্বাস্থ্যশিক্ষা’ সংক্রান্ত পাঠ্যপুস্তক সরবরাহ করতে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক, এনসিএআরটি, এনসিটিই এবং সিবিএসই-কে নির্দেশদানের আর্জি আদালতের কাছে জানিয়েছিলেন। গত বছরের নভেম্বরে আদালত পিটিশনটিকে স্মারকলিপি হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করতে বলেছিল।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















