এক্সপ্লোর
৫০০ 'সাজানো সংঘর্ষে' নিহত ৫৮, পিটিশন পিইউসিএলের, যোগী আদিত্যনাথ সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি: সুপ্রিম কোর্ট নোটিস দিয়ে উত্তরপ্রদেশ সরকারের বক্তব্য জানতে চাইল ভুয়ো সংঘর্ষের অভিযোগের ব্যাপারে। সাম্প্রতিক কালে রাজ্যে একাধিক ভুয়ো সংঘর্ষের ঘটনার অভিযোগ পেশ হয়েছে শীর্ষ আদালতে। পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ (পিইউসিএল) এই অভিযোগে পিটিশন জমা দিয়েছে। তাতে মানবাধিকার সংগঠনটির তরফে তাদের আইনজীবী সঞ্জয় পারিখ দাবি করেছেন, সাম্প্রতিক কালে উত্তরপ্রদেশে ৫০০টি সাজানো এনকাউন্টার চালানো হয়েছে, যাতে ৫৮ জনের প্রাণহানি হয়েছে। প্রধান বিচারপতি দীপক মিশ্র ও দুই বিচারপতি এ এম খানবিলকর ও ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ এই অভিযোগ সম্পর্কে যোগী আদিত্যনাথ সরকারকে বক্তব্য জানাতে বলে নোটিস দিয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনও ভুয়ো এনকাউন্টারের ব্যাপারে রাজ্য সরকারকে আগে নোটিস দিয়েছিল। পিইউসিএলের তরফে বর্তমান শুনানি পর্বে তাদেরও সামিল করার আবেদন করা হয়। যদিও বেঞ্চ তাতে সায় দেয়নি।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















