এক্সপ্লোর
অযোধ্যা নিয়ে ৫ ডিসেম্বর থেকে সুপ্রিম কোর্টে চূড়ান্ত শুনানি

নয়াদিল্লি: রাম জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্ক নিয়ে ৫ ডিসেম্বর চূড়ান্ত শুনানি শুরু করার সিদ্ধান্ত নিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, এর ওপর কোনওভাবেই স্থগিতাদেশ আনা যাবে না। ২০১০-এ এলাহাবাদ হাইকোর্ট এই মামলায় যে রায় দেয় তার বিরুদ্ধে শীর্ষ আদালতে একাধিক আপিল দায়ের হয়েছে। হাইকোর্ট নির্দেশ দেয়, অযোধ্যার বিতর্কিত ২.৭৭ একর জমি তিন ভাগে ভাগ করতে হবে- নির্মোহী আখড়া, রাম লালা ও সুন্নি ওয়াকফ বোর্ডের মধ্যে। এই রায়ের বিরুদ্ধে দায়ের হওয়ার আপিলের ওপর চূড়ান্ত শুনানি ঠিক কবে থেকে শুরু হবে তা ঠিক করতে দেড় ঘণ্টারও বেশি সময় নেয় সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে একটি বিশেষ বেঞ্চ সবকটি পক্ষকে নির্দেশ দেয়, যাবতীয় নথিপত্র ১২ সপ্তাহের মধ্যে ইংরেজিতে অনুবাদ করে আদালতে জমা দিতে হবে, কারণ এই সব নথি ৮টি আলাদা ভাষায় রয়েছে। একইসঙ্গে উত্তরপ্রদেশ সরকারকে বলা হয়েছে, প্রমাণ সংক্রান্ত যাবতীয় অনুবাদের কাজ ১০ সপ্তাহের মধ্যে সম্পূর্ণ করতে। আদালত পরিষ্কার করে দিয়েছে, ৫ ডিসেম্বরের যে সময়সীমা তারা নির্ধারণ করে দিয়েছে, তাই চূড়ান্ত, তার ওপর আর কোনওভাবেই কোনও স্থগিতাদেশ আনা যাবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















