এক্সপ্লোর
কাশ্মীরে আরও এক সপ্তাহ বন্ধ স্কুল-কলেজ

শ্রীনগর: অশান্ত পরিস্থিতির জেরে কাশ্মীরে স্কুল-কলেজে ছুটি আরও এক সপ্তাহ বাড়িয়ে দেওয়া হল। গরমের ছুটির পর সোমবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলি খোলার কথা ছিল। কিন্তু বর্তমান অশান্ত পরিস্থিতির কথা মাথায় রেখেই আগামী রবিবার পর্যন্ত ছুটি ঘোষণা করেছেন জম্মু ও কাশ্মীরের শিক্ষামন্ত্রী নঈম আখতার। হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকেই উপত্যকায় অশান্তি চলছে। জনতা-নিরাপত্তারক্ষী সংঘর্ষে এখনও পর্যন্ত ৩৯ জনের মৃত্যু হয়েছে। বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধ এবং কার্ফু পরিস্থিতির জেরে জনজীবন বিপর্যস্ত। সেই কারণেই শিক্ষাপ্রতিষ্ঠানে গরমের ছুটি বাড়িয়ে দিল সরকার। পরিস্থিতি স্বাভাবিক হলে ২৫ জুলাই স্কুল-কলেজ খুলবে বলে জানা গিয়েছে।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















