এক্সপ্লোর
কাশ্মীরে ২৭ শে পর্যন্ত হরতালের মেয়াদ বাড়াল বিচ্ছিন্নতাবাদীরা

শ্রীনগর: বিচ্ছিন্নতাবাদীরা নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধির জন্য হরতাল চালিয়েই যাবেন, আর মার খাবেন তাঁরা, আর চাইছেন না কাশ্মীরের আমজনতা। ঘুরে দাঁড়াচ্ছেন তাঁরা। বিচ্ছিন্নতাবাদীদের নির্দেশ অমান্য করেই দোকানপাট, বাজারহাট খোলা রেখে জনজীবন স্বাভাবিক রাখতে উদ্যোগী হচ্ছেন তাঁরা। পুলিস জানাচ্ছে, সনত নগর, জওহর নগর, রাজবাগ, বিসেম্বর নগরের সিভিল লাইন্স ও শ্রীনগরের উপকণ্ঠে বহু দোকানপাট খোলা রয়েছে হরতালের মধ্যেই। কিছু কিছু জায়গায় রাস্তার ধারের অস্থায়ী দোকানপাটও খুলছে। বেসরকারি গাড়ি, অটোর সংখ্যাও বাড়ছে রাস্তায়। কিন্তু এর মধ্যেই ১০৩ দিন ধরে চলা হরতালের মেয়াদ ২৭ অক্টোবর পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এক বিবৃতিতে বিচ্ছিন্নতাবাদীরা তোপ দেগেছে বিভিন্ন দলের বিধায়কদের। সড়ক, পানি, বিজলির ধুয়ো তুলে তারা নিজেরা ভোটে লড়ছে, মানুষজনকেও ভোট দিতে বলছে, অভিযোগ তাদের।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের






















