এক্সপ্লোর
প্রজাতন্ত্র দিবসে অসমে পরপর পাঁচ বিস্ফোরণ, নাশকতা মণিপুরেও

গুয়াহাটি: প্রজাতন্ত্র দিবসে ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর-পূর্বাঞ্চলের দুই রাজ্য অসম ও মণিপুর। উজান অসমে পর পর পাঁচটি বিস্ফোরণ ঘটে।যদিও এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। এই বিস্ফোরণের নেপথ্যে আলোচনা বিরোধী আলফা গোষ্ঠীর জঙ্গিদের হাত রয়েছে বলে সন্দেহ পুলিশের। চারাইদেও, শিবসাগর, ডিব্রুগড়, তিনসুকিয়া জেলায় পরপর বিস্ফোরণ হয়। শুধুমাত্র জঙ্গিদের উপস্থিতি জানান দিতেই কম শক্তিশালী বিস্ফোরক ব্যবহার করা হয়, অনুমান পুলিশের। ডিব্রুগড়ে চৌকিডিঙি প্যারেড গ্রাউন্ডে সরকারি অনুষ্ঠানস্থলের ৫০০ মিটার দূরত্বে বিস্ফোরণ হয়। নিরাপত্তার কঠোর ব্যবস্থার কারণে দুষ্কৃতীরা একটি চা বাগানে বোমা ফেলে পালিয়ে যায়। চারাইদেও জেলায় পেট্রোল পাম্পের কাছে বিস্ফোরণ হয়। তিনসুকিয়া জেলায় গ্রামের একটি বাড়ির খালি জলের ট্যাঙ্কের ভিতরে বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। মণিপুরের ইম্ফল পূর্ব ও পশ্চিম জেলায় দুটি বিস্ফোরণ ঘটে। এক্ষেত্রেও হতাহতের কোনও খবর নেই। এদিকে, অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনেওয়াল বলেছেন, জঙ্গিদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাবে সরকার। এ ব্যাপারে রাজ্যের জনগন ঐক্যবদ্ধ। প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানের অবকাশে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে সোনেওয়াল বলেছেন, রাজ্যের মানুষ শান্তি চান। এজন্য তাঁরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়েছেন। তাঁরা জঙ্গি-মুক্ত অসম চান। কোনও ধরনের হিংসাই মানুষের এই আকাঙ্খাকে প্রভাবিত করতে পারবে না।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















