‘এক্তিয়ার বহির্ভূত’, কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশের জামিনের আবেদন শুনলই না দায়রা আদালত
জামিন পেতে হলে আকাশকে আবেদন জানাতে হবে বিশেষ আদালতে।
ইনদওর: চেষ্টা করেও মিলল না জামিন, ১১ জুলাই পর্যন্ত জেলেই থাকতে হবে বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়র ছেলে আকাশকে! গ্রেফতার হওয়ার পর বুধবার বিকেলেই জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের কাছে জামিনের আবেদন করেন মধ্যপ্রদেশ বিধানসভার বিধায়ক আকাশ। জামিনের আর্জি খারিজ করে আদালত আকাশকে ১১ জুলাই পর্যন্ত জুডিসিয়াল কাস্টডির নির্দেশ দেয়। বৃহস্পতিবার দায়রা আদালতের কাছে আবেদন করলে সেখানেও পত্রপাঠ বিদায় করে দেওয়া হয় আকাশের আইনজীবীকে। ‘এক্তিয়ার বহির্ভূত’, এই যুক্তিতে আকাশের জামিনের আর্জি শুনলই না দায়রা আদালত।
বিচারক বি কে দীবেদি বলেন, দায়রা আদালতকে জনপ্রতিনিধির মামলা শোনার অধিকার দেওয়া হয়নি। জামিনের জন্য ভোপালে স্পেশাল ফাস্ট ট্র্যাক কোর্টে আবেদন করতে হবে অভিযুক্তকে। আকাশ বিজয়বর্গয়ীর আইনজীবী পুষ্যমিত্র ভার্গভ পিটিআইকে বলেন, “ইনদওর দায়রা আদালত জামিন দেওয়ার ক্ষমতাভুক্ত নয়। দায়রা আদালত কেবল এই মামলা ভোপাল আদালতে স্থানান্তরিত করতে পারবে।”
উল্লেখ্য, ইনদওর পুরসভার এক আধিকারিককে ব্যাট দিয়ে বেধড়ক পেটান আকাশ বিজয়বর্গীয়। জনসমক্ষে সরকারি এক কর্মীকে মারধরের অপরাধে বুধবারই গ্রেফতার করা হয় তাঁকে। এদিন দায়রা আদালতের কাছে জামিনের আবেদন করেন তিনি। তবে শীর্ষ আদালতের নির্দেশে যেহেতু কেবল বিশেষ আদালতই জনপ্রতিনিধিদের মামলা শুনতে পারে, সেহেতু দায়রা আদালত আকাশের জামিনের আর্জি শোনেনি। জামিন পেতে হলে আকাশকে আবেদন জানাতে হবে বিশেষ আদালতে।