এক্সপ্লোর
Advertisement
নৌ-বাহিনীতে স্ত্রী বদলা-বদলি, বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ শীর্ষ আদালতের
নয়াদিল্লি: বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট নৌ বাহিনীতে স্ত্রী বদলা-বদলি নিয়ে করা এক মামলায় বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দিল। এক নৌ-অফিসারের বিবাহবিচ্ছিন্না স্ত্রীর করা অভিযোগের ভিত্তিতে কেরল পুলিশকে এই নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।
স্ত্রী বদলা-বদলি নিয়ে নৌ-বাহিনীর এক অফিসারের স্ত্রীর করা এফআইআর-এর ভিত্তিতে সিবিআই তদন্তের আর্জি করে দিয়েছে সুপ্রিম কোর্ট। তার বদলে বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ দেওয়া হয়েছে কেরল-এর ডিজিপিকে। এই তদন্তকারী দলের শীর্ষে থাকবেন ডিআইজি পদমর্যাদার এক পুলিশ অফিসার। এছাড়া ২০১৩ সালে করা এই মামলার নিষ্পত্তি আগামী তিন মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছে আদালত।
প্রসঙ্গত স্ত্রী বদলা-বদলি-র অভিযোগ এনেছিলেন যে মহিলা, তাঁর স্বামী, নৌ-বাহিনীর আরও তিন অফিসার এবং তাঁদের একজনের স্ত্রী যুক্ত ছিলেন এই কর্মকাণ্ডের সঙ্গে, এমনই দাবি অভিযোগকারিনীর। সুপ্রিম কোর্টের বিচারক টিএস ঠাকুর, আর ভানুমতি এবং ইউইউ ললিত-এর ডিভিশন বেঞ্চ এই মামলায় সিবিআই তদন্তের আর্জি খারিজ করে জানিয়েছেন, ব্যতিক্রমী ক্ষেত্রেই একমাত্র কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা তদন্ত করবে। বিচারপতি ভানুমতী বলেন, এই ঘটনার পূ্র্ণাঙ্গ বিশ্লেষণ করে দেখা গিয়েছে রাজ্য পুলিশ বা বিশেষ তদন্তকারী দলেই আস্থা রাখা যায় এই ঘটনার তদন্তের ক্ষেত্রে।এছাড়াও তাঁরা মনে করেন এই মামলায় প্রভাব খাটাতে পারেন অভিযুক্ত ব্যক্তিরা। সেই প্রেক্ষিতে অভিযোগকারিনী মহিলা দাবি করেছিলেন, মামলাটি কেরল হাইকোর্ট থেকে দিল্লি হাইকোর্টে সরিয়ে নিয়ে যাওয়ার জন্যে। সেই আবেদনও খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement