এক্সপ্লোর
মোদীর পর দেশে সোস্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি ফলোয়ার অমিত শাহের
নয়াদিল্লি: সোস্যাল মিডিয়ায় ভারতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পর বেশি ফলো করা হয় বিজেপি সভাপতি অমিত শাহকে। সোস্যাল মিডিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় মোদী, তাঁর ফলোয়ার শুধু ট্যুইটারেই প্রায় ৫ কোটি। বাকি প্ল্যাটফর্মগুলি ধরলে সংখ্যাটা আরও বেশি। আর ফেসবুক, ট্যুইটার, ইনস্টাগ্রাম মিলিয়ে অমিত শাহকে ফলো করেন ২ কোটির বেশি লোক। অমিত শাহ ট্যুইটারে যোগ দেন ২০১৩-র মে মাসে। গতকাল সেখানে ১ কোটি ছাড়ায় তাঁর ফলোয়ার সংখ্যা। ফেসবুক ও ইনস্টাগ্রামে তাঁকে ফলো করেন যথাক্রমে ১.১ কোটি ও ৬.৭৭ লক্ষ মানুষ। উত্তরপূর্বে বিজেপির বিরাট নির্বাচনী জয়, কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের মতো ইস্যুতে ৫৭০০ বারের বেশি ট্যুইট করেছেন বিজেপি সভাপতি। তাঁর ফেসবুক পেজে লাইক পড়েছে ১.১ কোটির বেশি। বিজেপির ঘরোয়া রাজনীতির সঙ্গে ওয়াকিবহাল একটি সূত্রের বক্তব্য, দলীয় কর্মীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে, জনগণের সমস্যাগুলি মোকাবিলার জন্য সোস্যাল মিডিয়াকে কাজে লাগান। প্রায়ই তিনি সোস্যাল মিডিয়া সাইটগুলিতে সরাসরি বিজেপি স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ রাখেন, মানুষের সঙ্গে যোগ রাখতে দলীয় কর্মীদেরও সেগুলি ব্যবহার করতে বলেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















