মহারাষ্ট্র অচলাবস্থার মধ্যেই কৃষক-সমস্যা নিয়ে মোদির দ্বারস্থ পওয়ার
বুধবার, দুপুর ১২টা নাগাদ সংসদ ভবনেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পওয়ার।
নয়াদিল্লি: মহারাষ্ট্রে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই কৃষক-সমস্যা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করলেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির সুপ্রিমো শরদ পওয়ার। বুধবার, দুপুর ১২টা নাগাদ সংসদ ভবনেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন পওয়ার। মহারাষ্ট্রের খরা-কবলিত অঞ্চলগুলির কৃষকদের সুরাহা দেওয়ার আর্জি নিয়েই প্রধানমন্ত্রীর দ্বারস্থ হন পওয়ার। প্রসঙ্গত, মহারাষ্ট্রে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া ইস্তক, এই প্রথম মুখোমুখি সাক্ষাৎ হল মোদি ও পওয়ারের। প্রাক-নির্বাচনী গাঁটছড়া গড়ে সংখ্যাগরিষ্ঠতা পাওয়া সত্ত্বেও ক্ষমতা ভাগাভাগি নিয়ে মতানৈক্য থাকায় মহারাষ্ট্রে সরকার গড়তে অসমর্থ হয় বিজেপি ও শিবসেনা জোট। যে কারণে, জোট ভেঙে যায়। বর্তমানে, রাজ্যে সরকার গঠনের জন্য শিবসেনা ও কংগ্রেসের সঙ্গে আলোচনা চালাচ্ছে এনসিপি। এমতাবস্থায়, মোদির সঙ্গে পওয়ারের বৈঠক ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে। কারণ, মহারাষ্ট্র নির্বাচনে পওয়ারের দলকে আক্রমণ করলেও, মঙ্গলবার সংসদে বক্তব্য পেশের সময় এনসিপির প্রশংসা করেন মোদি। যদিও, মোদি-পওয়ার বৈঠককে গুরুত্ব দিতে নারাজ শিবসেনা। এদিন শিবসেনার মুখপাত্র সঞ্জয় রউত বলেন, যখনই কোনও নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন, তখনই জল্পনা শুরু হয়ে যায়। এটা ঠিক নয়। উনি (মোদি) দেশের প্রধানমন্ত্রী। আর মহারাষ্ট্রের কৃষকরা সত্যিই সমস্যায় রয়েছেন। রাউতের মতে, প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা যে কেউ করতেই পারেন।