এক্সপ্লোর
Advertisement
বিজেপিতে যোগদানের জল্পনা খারিজ তারুরের, বললেন, আমার বিশ্বাসের সঙ্গে মেলে না
তিরুঅনন্তপুরম: বিজেপিতে যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন শশী তারুর। কেরল সিপিএমের সাধারণ সম্পাদক কোডিয়ারি বালকৃষ্ণান সম্প্রতি দাবি করেন, তারুর সহ রাজ্যের ৪ কংগ্রেস নেতা বিজেপিতে যাচ্ছেন। শীর্ষ সিপিএম নেতাটি জানান, কেরল প্রদেশ কংগ্রেস সভাপতি এমএম হাসানই ওই চার নেতার মধ্যে তারুর আছেন বলে জানিয়েছেন। যদিও হাসান এমন কোনও মন্তব্যের কথা অস্বীকার করেন। তবে জল্পনা থামেনি।
শেষ পর্যন্ত তারুর নিজে এক ফেসবুক পোস্টে লেখেন, লোকজন যেভাবে এ নিয়ে প্রশ্ন করছে, তাতে আবারও বলছি, আমার নিজস্ব বিশ্বাস-মত বিজেপির সঙ্গে মেলে না। ৪০ বছরের বেশি সময় ধরে আমি এক বহুত্ববাদী ভারতবর্ষের কথাই বলেছি, লিখেছি যেখানে সব নাগরিক, সম্প্রদায় সমান অধিকার ভোগ করবেন। এ ব্যাপারে কোনও আপসের প্রশ্নই নেই। আমার বিজেপিতে যোগদানের গুজব আগেও ছড়ানো হয়েছে। কিন্তু তার কোনও ভিত্তিই নেই। স্পষ্ট ভাষায় তা খারিজ করছি। বিন্দুমাত্র সারবত্তা নেই এর।
হাসানও সংবাদ সংস্থাকে বলেছেন, কেরলে এস এম কৃষ্ণ, জফর শরিফের মতো কোনও ভাগ্য অনুসন্ধানী নেই। মিডিয়ার লোকজন যখন জানতে চেয়েছেন, চার কংগ্রেস নেতার বিজেপিতে সম্ভাব্য যোগদানের খবর শুনেছি কিনা, আমি জানিয়ে দিয়েছি, এমন কোনও ব্যাপারই নেই। ১২ এপ্রিলের মালাপ্পুরম কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন জোটের প্রার্থীর হয়ে তারুর প্রচার করেছেন বলেও জানান হাসান। বলেন, তারুর নিজেও আমায় বলেছেন, এসব বিজেপির মিথ্যা প্রচার।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
খবর
ব্যবসা-বাণিজ্যের
আন্তর্জাতিক
Advertisement