এক্সপ্লোর
Advertisement
পুণেতে শিবসেনা নেতার গাড়ির ধাক্কায় মৃত্যু দুই স্কুল পড়ুয়ার
পুণে: শিবসেনা নেতার গাড়ি ধাক্কা দুই স্কুল পড়ুয়াকে। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে পুণের বারামাতি-মোরগাঁও রোডে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই পড়ুয়ার। মৃত দুই পড়ুয়াকে চিহ্নিত করেছে পুলিশ। একজনের নাম সমীক্ষা (১২), আরেকজনের নাম দিব্যা (১৩)।
পুলিশ সূত্রে খবর, আজ সকাল আটটা নাগাদ বারামতি-মোরগাঁও রাস্তা দিয়ে স্কুল যাচ্ছিল তিন পড়ুয়া। সেই সময়ই তিনটে মেয়েকে ধাক্কা মারে ওই গাড়ি। দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়, একজনের আঘাত গুরুতর। স্থানীয় বাসিন্দাদের দাবি, গাড়িটি শিবসেনার বারামতি শাখার প্রধান পাপ্পু মানের। প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় গাড়িতে যাঁরা বসেছিলেন, তাঁরা প্রত্যেকেই ঘটনার পর এলাকা ছেড়ে পালিয়ে যান। পিছু ধাওয়া করে ঘাতক গাড়ির চালককে ধরে ফেলে স্থানীয়রা। পরে চালককে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
পুলিশ সূত্রে খবর, ঘটনার পর গাড়ি ভাঙচুর করে বিক্ষোভ দেখাতে শুরু করে উন্মত্ত জনতা। রাস্তা অবরোধও করা হয়। ঘটনায় মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ঘটনার সময় চালকের আসনে বারামতির শিবসেনা প্রধান ছিলেন কিনা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
স্বাস্থ্য
জেলার
ক্রিকেট
Advertisement