এক্সপ্লোর
মহিলার দেহে ‘অশালীন স্পর্শ’, বিতর্কে মধ্যপ্রদেশের মন্ত্রী বাবুলাল গৌড়

ভোপাল: ফের বিতর্কে মধ্যপ্রদেশের মন্ত্রী বাবুলাল গৌড়। এবার অশালীনভাবে এক মহিলার দেহ স্পর্শ করার অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। গতকাল ভোপালে একটি অনুষ্ঠানে ওই ঘটনা ঘটে। ওই মহিলা যখন বাসে উঠছিলেন তখন মন্ত্রী তাঁর দেহে আশালীনভাবে স্পর্শ করেন বলে অভিযোগ। এই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলিতে। ওই অনুষ্ঠানে লো-ফ্লোর বাসের উদ্বোধন করেন গৌড়। ঘটনা ঘিরে বিতর্কের পরিপ্রেক্ষিতে বাবুলালের সাফাই, তিনি লোকজনকে নির্দেশ দিচ্ছিলেন। এই সময় এ ধরনের ঘটনা থাকতে পারে। এতে কোনও কিছু খারাপ উদ্দেশ্য ছিল না। তিনি আরও বলেন, এই ব্যাপারে তো কেউ তো কোনও অভিযোগও জানায়নি। উল্লেখ্য, বাবুলালকে ঘিরে বিতর্ক এই প্রথম নয়। ২০১৩-তে গোয়ায় ফেরিতে মহিলাদের নৃত্য উপভোগ করতে দেখা গিয়েছিল তাঁকে। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যও করেছেন বাবুলাল। ২০১৩-র জানুয়ারিতে বাবুলাল বলেন, মহিলাদের জিন্স,টি-শার্ট পরা, মদ্যপান ও অন্য পুরুষদের সঙ্গে নাচ বিদেশী সংস্কৃতি, তা ভারতের পক্ষে একেবারেই ভালো নয়। যদিও তাঁর দল বিজেপি ওই মন্তব্য অনুমোদন করেনি। সম্প্রতি শনি শিঙ্গনাপুর ইস্যু নিয়ে বিতর্কিত মন্তব্য করেন তিন। বলেন, মন্দিরে না ঢুকেও মহিলারা বাড়ি থেকে পুজো করতে পারেন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















