দিল্লির উপমুখ্যমন্ত্রীর অফিসে রাতের অন্ধকারে চুরি

নয়াদিল্লি: দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়ার পাতপরগঞ্জের বিনোদ নগর এলাকার কার্যালয়ে ঢুকে রাতের অন্ধকারে চুরি। সেখান থেকে কম্পিউটার, বিভিন্ন নথিপত্র, সিসিটিভি ক্যামেরার ডিভিআর সহ বিভিন্ন জিনিসপত্র নিয়ে চম্পট দিয়েছে হানাদাররা। পুলিশ জানিয়েছে, শিসোদিয়ার অফিসটি ওই জায়গা থেকে সরানোর প্রক্রিয়া চলছে। রিসেপশন থেকে দুটি কম্পিউটার, লেটার প্যাড, কাগজপত্র, সিসিটিভির ডিজিটাল ভিডিও রেকর্ডার উধাও। অফিসের তালা ভেঙে ভিতরে ঢোকে দুষ্কৃতীরা। সকাল ৯টার পর চুরি-ছিনতাইয়ের অভিযোগ জানিয়ে ফোন কল পেয়ে পুলিশ সেখানে টিম পাঠায়। তদন্তের দায়িত্বপ্রাপ্ত অফিসার উপেন্দ্র বলেন, গোটা অফিস তছনছ করা হয়েছে। আর কী কী জিনিস চুরি হয়েছে, খতিয়ে দেখা হচ্ছে। গতকাল দুপুর আড়াইটে থেকে তালাবন্দি ছিল ওই অফিস। পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।






















