প্রধানমন্ত্রী হতে চাওয়া ‘দুঃসাহসী’ অধিশ্রীর হয়ে ভোটের প্রচার করবেন স্মৃতি ইরানি
"ওর মতো মেয়ে আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ”
নয়াদিল্লি: একরত্তি মেয়ের স্বপ্ন সে একদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হবে। সেখানেই শেষ নয়, ছোট্ট অধিশ্রী মানে-র ইচ্ছে, সে প্রধানমন্ত্রীও হবে। আর তারও পরে, রাষ্ট্রপতি হয়ে ভারতীয় সংবিধানের সর্বোচ্চ পদে বসে দেশ চালাবে। আর তার ইচ্ছের কথা সে জানিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিকে। গত বছর এই অধিশ্রীর সঙ্গেই সংসদের সেন্ট্রাল হলে তোলা একটি ছবি ট্যুইটারে পোস্ট করে স্মৃতি লিখেছিলেন, “ছোট্ট অধিশ্রীর সঙ্গে সাক্ষাৎ করুন, যে একদিন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি হবে বলে জানিয়েছে। আগামী দিনে ওর প্রচারে আমার অংশগ্রহণ আজ নিশ্চিত করে ফেলল”।
Met young Adhishree Mane who proposes to be Minister of Home, PM & President of India one day . Confirmed my participation in her future campaign in Central Hall today. pic.twitter.com/6rS8TMelBo
— Smriti Z Irani (@smritiirani) December 11, 2019
সেই অধিশ্রীকে নিয়ে এবার ইনস্টাগ্রামে পোস্ট করলেন মোদি মন্ত্রিসভার মন্ত্রী স্মৃতি। তিনি লিখেছেন, “আনন্দের সঙ্গে জানাচ্ছি, প্রাণবন্ত, দুঃসাহসী, মহৎ হৃদয়ের মেয়ে অধিশ্রী আমাকে ওর নির্বাচনী প্রচারের ম্যানেজার হিসেবে নিযুক্ত করেছে। ওর মতো মেয়ে আমাদের গর্ব, আমাদের ভবিষ্যৎ”।
উল্লেখ্য, স্মৃতি ইরানি নরেন্দ্র মোদির ২ বারের মন্ত্রিসভারই মন্ত্রী। ২০১৪ সালে তিনি উত্তরপ্রদেশের অমেঠি থেকে রাহুল গাঁধীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সেবার না জিতলেও তাঁকে রাজ্যসভায় জিতিয়ে নিয়ে আসে বিজেপি। তবে এবার ওই অমেঠিতেই রাহুল গাঁধীকে হারিয়ে ফের একবার মন্ত্রী হন স্মৃতি ইরানি।